বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেও একটা প্রশ্ন অনেকের মনেই থেকে গিয়েছিল। এবারের বিশ্বকাপের সেরা গোল কে করেছেন সেই নিয়ে জনতার মধ্যে একটি পোল করে ভোট করার সুযোগ করে দিয়েছিল ফিফা। সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে একাধিকবার একাধিক ফুটবলার দুর্দান্ত গোল করে জনগণের নজর কেড়েছেন। তাই সেরা গোলের পুরস্কার কে পাবেন সেই নিয়ে সকল ফুটবলপ্রেমীর মনেই প্রশ্ন ছিল।
কিন্তু শেষপর্যন্ত ফিফার বিচারে সেরা গোলের দৌড়ে নেইমার, এমবাপ্পেদের পিছনে ফেলে জিতে গেলেন ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ড রিচার্লিসন। ক্লাব ফুটবলে টটেনহ্যাম হটস্পার্সের হয়ে ব্রাজিলিয়ান তারকার সার্বিয়ার বিরুদ্ধে করা দ্বিতীয় গোলটি কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
ওই গোলটির ক্ষেত্রে অবশ্য অবদান ছিল ব্রাজিলের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রেরও। বাঁ প্রান্ত দিয়ে বিপজ্জনকভাবে বক্সে এসে বুটের আউটসাইড দিয়ে অসাধারণ পাস বাড়িয়েছিলেন তিনি। বলটি রিসিভ করে কিছুটা উপরে উঠিয়ে ফেলে রিচার্লিসন। কিন্তু তারপর গোটা স্টেডিয়ামকে অবাক করে অসাধারণ সাইট ভলি মেরে দলকে ২-০ ফলে এগিয়ে দিয়েছিলেন তিনি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টুর্নামেন্টে আরও একটি দুর্দান্ত গোল করেছিলেন ব্রাজিলের শেষ ১৬ পর্বে কোরিয়ার বিরুদ্ধে ৪-১ ফলে জয়ের দিন। বল নিয়ে কিছুটা জাগল করে থিয়াগো সিলভার সঙ্গে ওয়ান টু খেলে অসাধারণ একটি গোল করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তার আগের গোলটিই এই গোলটিকে ভোটের বিচারে পেছনে ফেলে দিয়েছে।
বিশ্বকাপের সেরা গোলের দৌড়েছিলেন নেইমার জুনিয়ার এবং কিলিয়ান এমবাপ্পেও। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত দক্ষতায় ১০৫ মিনিট নাগাদ করা নেইমারের গোলটি এবং ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে এমবাপ্পের দুর্দান্ত ভলিতে করা দ্বিতীয় গোলটি জনগণের অত্যন্ত পছন্দ হয়েছিল। কিন্তু শেষ হাসি হেসেছেন রিচার্লিসনই।