ডেজার্টে বানিয়ে ফেলুন অন্যরকম স্বাদের ব্রেড পুডিং

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ

উপকরণ

ডিম – ২টি
চিনি – ২ টেবিলচামচ
ভ্যানিলা – ১ চা চামচ
দুধ – ১ থেকে দেড় কাপ
কিশমিশ ও কাজু
পাউরুটি – ৪-৫টি ছোট চৌকো টুকরো করে কাটা

প্রণালী

একটি বাটিতে ২টি ডিম নিয়ে ভাল করে ফেটিয়ে নিন।এতে চিনি মেশান। চিনি দিয়ে ভাল করে ফেটান।

এবার এতে ভ্যানিলা এসেন্স এবং দুধ মেশান। ভাল করে মিশিয়ে তাতে কিশমিশ ও কাজুবাদাম ভাল করে মিশিয়ে নিন।

একটি লম্বা পাত্রে পরপর পাউরুটির টুকরোগুলি সাজিয়ে রাখুন।

এর উপর দিয়ে দুধ ও ডিমের মিশ্রণটা দিয়ে দিন।

এবার ডবল ব্রয়লারে বা প্রেসারকুকারের মধ্যে ১০ মিনিট স্টিম করে নিন।

সম্পর্কিত খবর

X