প্রাতরাশের মধ্যে দিয়ে নিজেকে সব রোগ থেকে দূরে রাখুন!

বাংলা hunt ডেস্ক : ডালিয়ার নাম শুনলেই অনেকেরই নাক সিটকে যায় । সেই ছোটবেলায় সেদ্ধ করে খাওয়াতো মা । খুব কঠিন অভিজ্ঞতা । কিন্তু আপনি কি জানেন রোজকার এই এক বাটি ডালিয়া আপনাকে কি কি সমস্যা থেকে মুক্তি দিতে পারে?

ওজন কমিয়ে বডিকে শেপে আনতে সাহায্য করে । ডালিয়ার মধ্যে উপস্থিত প্রোটিন থাকে তা ওজন কমিয়ে পেশী গঠনে সাহায্য করে । যা আপনাকে দিতে পারে একদম পারফেক্টচেহারা।

সকালে বা দুপুরে খাবারের তালিকায় থাকা এক বাটি ডালিয়া দূর করতে বদহজমের মতো রোগকে । ডালিয়ার মধ্যে থাকা ফাইবার বদহজম সরানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যর মতন রোগ সারাতে সাহায্য করে ।

নিয়মিত ডালিয়া খেলে যে কোনো ধরনের হার্ট ডিজিস হওয়ার সম্ভাবনা কমে যায়। এমন কি হার্টকে সচল , স্বাভাবিক রেখে কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে । সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা ও হ্রাস করিয়ে আপনাকে সুস্থ রাখে।

যে কোনো ডায়াবেটিস আক্রান্ত মানুষেরাই ডালিয়া খেতে পারেন । এতে রক্তে হঠাৎ করে শর্করা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকেনা । উল্টে এটি খেলে আপনার পেট অনেকটা সময় পর্যন্তই ভরা থাকে। সকালে খেলে ঠিক দুপুর বেলাতেই খিদে পায়।

24ea1 strawberry vanilla crepe breakfast thumbnaillarge 2019 04 01 14 35 28গবেষণায় জানা গিয়েছে, ডালিয়া ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে করে । তাই ক্যান্সার বিশেষজ্ঞরা মহিলাদের ডালিয়া খাওয়ার উপদেশ দিয়ে থাকেন।
[

সম্পর্কিত খবর