বাংলা হান্ট ডেস্ক: গত ৫০ বছরে প্রথম এত শক্তিশালী সৌর ঝড় (Sun Storm) আঘাত হানল পৃথিবীর বুকে। আর এই প্রবল সৌরঝড়ের দাপটে আগুনের ফুলকি ছিটকে বেরিয়েছে সূর্যের বাইরের মহাকাশে। ছিটকে এসেছে পৃথিবীর বুকেও। এই সৌর ঝড়ের প্রভাব পড়েছে পৃথিবীর বায়ুমণ্ডলেও।
সূর্যের সেই তোলপাড় করা সৌরঝড়ের মুহূর্ত ধরা পড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সৌরযান আদিত্য-এল১-র শক্তিশালী ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে সূর্যের গা থেকে পৃথিবীর দিকে অত্যন্ত শক্তিশালী সৌর তরঙ্গ ঠিকরে পড়ছে। বিজ্ঞানীদের দাবি বিগত ৫০ বছরে এই প্রথম সূর্য থেকে এত বড় সৌর তরঙ্গ বিচ্ছুরিত হয়েছে।
তাঁদের দাবি গত ১১ থেকে ১৩ই মে’র মধ্যে ঘটেছে এই ঘটনা। ইসরোর সূত্রে দাবি করা হচ্ছে গত ১১ মে সূর্য থেকে যে সৌর তরঙ্গ বিচরিত হয়েছে তার তীব্রতা ছিল এক্স৫.৮।আমেরিকায় এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এর প্রভাব পড়লেও এই সৌর তরঙ্গে ভারত এবং পার্শ্ববর্তী এলাকায় কোন ক্ষতি হয়নি।
প্রসঙ্গত চার দিন আগে যে সৌর ঝড় পৃথিবীর উপর আছড়ে পড়েছিল তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক। যার ফলে থমকে যেতে পারতো ইন্টারনেট পরিষেবা। তাই বুধবার থেকে বিশ্বের বেশ কিছু প্রান্তে ফেসবুক ইনস্টাগ্রাম-এর মত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে পৃথিবীর কয়েক কোটি গ্রাহক লগ ইন করতে না পারায় প্রথমে তার জন্য এই সৌর ঝড় দায়ী বলে মনে করছিলেন অনেকেই।
আরও পড়ুন: ‘সব প্রমাণ ওই CCTV-তে আছে…’, জামিন পেয়েই কী ‘ফাঁস’ করলেন জীবনকৃষ্ণ? শোরগোল
তবে বিজ্ঞানীরা স্বস্তির খবর দিয়ে ইসরোর বিজ্ঞানীদের আশ্বস্ত করেছেন এদিনের এই সৌর ঝড়ের গতি প্রবল হলেও কমিউনিকেশন স্যাটেলাইটের কোন ক্ষতি হয়নি। আদিত্য এল ওয়ান ও চন্দ্রযান টুর অরবিটার এই নিয়ে নিখুঁত তথ্য পাঠিয়েছে। প্রসঙ্গত সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্টে (এল ১ পয়েন্ট) অবস্থান করছে আদিত্য-এল১ সেখান থেকেই প্রতি মুহূর্তে সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে সে ।
The Sun emitted a strong solar flare on May 14, 2024, peaking at 12:51pm ET. NASA’s Solar Dynamics Observatory captured an image of the event, which was classified as X8.7. https://t.co/njaYS2IutE pic.twitter.com/oIJn2gmIUF
— NASA Sun & Space (@NASASun) May 14, 2024
এরই মধ্যে গোটা দুনিয়াকে স্বস্তি দিয়ে আরও এক ঐতিহাসিক অভিযানের খবর দিয়েছে ইসরো। যা থেকে জানা যাচ্ছে ২০২৬ সালের শেষেই দ্বিতীয়বার মঙ্গল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা। যার ফলে আগামীদিনে আমেরিকা ও চিনের পর লালগ্রহে অবতরণ করে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে ভারত।