ব্রেকিং খবরঃ মারা গেলেন তৃণমূল প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু

বাংলাহান্ট ডেস্কঃ মারা গেলেন প্রাক্তন লোকসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস সদস্য কৃষ্ণা বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছু দিন নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সেই অসুস্থতা নিয়েই ভর্তি হয়েছিল বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

কৃষ্ণা বসুর জন্ম ১৯৩৩ সালের ২ ডিসেম্বর ঢাকায় চারু সি চৌধুরী ও ছায়া দেবী চৌহুরানীর মধ্যে। তাঁর বাবা সাংবিধানিক পড়াশুনায় দক্ষ ছিলেন এবং পশ্চিমবঙ্গ আইনসভার অন্যতম সচিব ছিলেন। তিনি ১৯৫৫ সালের ৯ ডিসেম্বর শিশির কুমার বোসকে বিয়ে করেন এবং তাঁর দুই পুত্র সুমন্ত্র বোস, সুগত বোস এবং একটি মেয়ে শর্মিলা বোস রয়েছে। শিশির বোস শরৎচন্দ্র বসুর পুত্র, সুভাষ চন্দ্র বোসের বড় ভাই। তিনিও ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালে কলকাতা থেকে সুভাষ চন্দ্র বসুর পলায়নের ভূমিকার জন্য লাহোর দুর্গ এবং লাল কেল্লায় কারাবাস করেছিলেন।

krishnabasu1 1582351159

কৃষ্ণা বসু বি.এ. (অনার্স) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ থেকে ইংরেজি সাহিত্যে এবং এমএএ এবং উত্তরপ্রদেশের ভাটখণ্ডে সংগীত ইনস্টিটিউট থেকে সংগীত-বিশারদের সম্মানজনক ডিগ্রি অর্জন করেছেন।

কৃষ্ণা কলকাতার সিটি কলেজে ৪০ বছর অধ্যাপনা করেছিলেন, যেখানে তিনি ইংরেজি বিভাগের প্রধান ছিলেন এবং আট বছরের জন্য কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯৬-১৯৯৮ মেয়াদে তিনি প্রথমবারের মতো একাদশ লোকসভায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দ্বাদশ, (1998-1999) এবং 13 তম (1999-2004) লোকসভায় সংসদ সদস্যও ছিলেন।

সম্পর্কিত খবর