BREAKING NEWS: জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকে বসছেন মমতা

 

বাংলা হান্ট ডেস্ক: শেষমেষ রাজ্য সরকার বাধ্য হল জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিতে, জানা গেছে, সোমবার নবান্নেই ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের এই বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ৩টেয় ডেকেছেন ওই বৈঠক।

 

রবিবার NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘক্ষন ধরে আলোচনা করেন। এরপর তাঁরা জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি। তবে তাদের দাবি সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের উপস্থিত রাখতে হবে ওই বৈঠকে। উপস্থিতিত থাকতে হবে মিডিয়াকেও।

783f5 img 20190617 wa0001

জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে মেনে নেওয়া হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের এই দাবি। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের ডাকা হচ্ছে পশ্চিমবঙ্গের ১৪টি মেডিক্যাল কলেজ থেকে। প্রতিটি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসদের দু’জন করে প্রতিনিধিকে এই বৈঠকে ডাকা হচ্ছে।

এদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীই স্থান নির্ধারণ করবেন এই বৈঠকের। সেই মতো নবান্নেতেই ডাকা হয়েছে এই বৈঠক। তবে এখনও স্পষ্ট হয়নি আন্দোলনকারীরা ওই বৈঠকে যাবেন কি না!


সম্পর্কিত খবর