BREAKING NEWS: চাপে পড়ে নবান্নের বৈঠকে মিডিয়া কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

 

বাংলা হান্ট ডেস্ক: নবান্নের বৈঠকে করা হবে লাইভ কভারেজে, অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী, জানানো হয়েছিল এই বৈঠকের ২৮ জন জুনিয়র ডাক্তার ঢুকতে পারবেন। কিন্তু এখন সেই সংখ্যা বাড়িয়ে জানানো হয়েছে অতিরিক্ত আরও ৩-৪ জনকে ঢুকতে দেওয়া হবে বৈঠকে। জানোনো হয়েছে বৈঠকে ঢুকতে দেওয়া হবে যেকোনও দুটি বা তিনটি জাতীয় সংবাদমাধ্যমকে বা এজেন্সিকে। অন্যান্য সংবাদমাধ্যম সেখান থেকেই ফিড সংগ্রহ করতে হবে।

 

তবে এটা বোঝা যাচ্ছে যে রাজ্যসরকার মরিয়া হয়ে উঠেছে এই অচলাবস্থা কাটাতে।

8b379 img 20190617 wa0030

স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত মেনে নিয়েছেন আন্দোলনকারীদের প্রাথমিক সমস্ত দাবি।

সম্পর্কিত খবর