বাংলা হান্ট ডেস্ক : শারীরিক অবস্থা বেশ খারাপ। শ্বাসকষ্টজনিত সমস্যায় জেরবার। তিহাড় সংশোধনাগারে হাসপাতালে ভরতি করা হল গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অনুব্রতর শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি স্থিতিশীল।
দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। একাধিক সমস্যা রয়েছে তাঁর। সেই অসুস্থতাকে সামনে রেখেই বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। অবশ্য তাতে খুব একটা লাভ হয়নি। গ্রেফতার করা হয় তাঁকে। দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি। পরবর্তীতে তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে।
সংশোধনাগার সূত্রে খবর, সেখানে থাকাকালীন হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় অনুব্রতর। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় তিহাড় সংশোধনাগারের হাসপাতালে। অক্সিজেন দেওয়া হয় কেষ্টকে। জানা যাচ্ছে, বর্তমানে স্থিতিশীল রয়েছে তৃণমূল নেতার স্বাস্থ্য। তবে এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি।
নিজের বাড়ি ছেড়ে আর দিল্লিতে মন টিকছে না কেষ্টর। তাই দিন কয়েক আগেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে যান অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর দাবি একটাই, তিহাড় থাকবেন না তিনি, আসানসোল জেলে ফিরতে চান।
তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে নয়াদিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে আবেদন করেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীর দাবি, মূল মামলা দায়ের হয়েছে কলকাতায়। তাঁকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। ইডি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নয়াদিল্লিতে নিয়ে এসেছিল। এবার তো তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করতে চাইলে আসানসোল জেলেই সেটা যেতে পারে। পাশাপাশি বলা হয়, আসানসোলের সিবিআই কোর্টে অনুব্রত মণ্ডলের একটি মামলা চলছে। আগামী ৩১ মার্চ সেই মামলার শুনানি। তাই তাঁকে সেখানে ফেরানো হোক।