সচিনের পর এই কিংবদন্তির নির্বাচিত সেরা একাদশেও নেই কোহলি! তালিকায় মাত্র ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) হলেন এই প্রজন্মের শ্রেষ্ঠ। তাই বেশিরভাগ কিংবদন্তিকে যখন জিজ্ঞাসা করা হয় যে তাদের পছন্দের একাদশ কেমন হবে তখন তারা বিরাট কোহলিকে সেই একাদশে জায়গা প্রায় নিশ্চিতভাবেই দিয়ে থাকেন। কিন্তু এবার ব্যতিক্রমী পথে হাঁটলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম (Brendon McCullum)।

বর্তমানে ইংল্যান্ডের কোচিংয়ের দায়িত্বে থাকা এই ক্রিকেটার সম্প্রতি নিজের পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কিন্তু সেই একাদশে কোহলির জায়গা হয়নি। মাত্র একজন ভারতীয় তার সেই একাদশে জায়গা করে নিতে পেরেছেন এবং তিনি হলেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। এমনও নয় যে তিনি শুধুমাত্র অবসর নিয়ে নেওয়া তারকাদের দিয়ে নিজের এই একাদশ তৈরি করেছেন। কারণ তার একাদশে বোলিংয়ের মূল দায়িত্ব পেয়েছেন তারই দেশের দুই বর্তমান তারকা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার তৈরি এই সেরা একাদশ।

virat kohli sad

ব্রেন্ডন ম্যাককালামের পছন্দের একাদশ: ক্রিস গেইল, সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস (অধিনায়ক), জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন, শেন ওয়ার্ন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

এর আগে সচিন টেন্ডুলকার ২০২২ সালে নিজের পছন্দের একটি একাদশ তৈরি করেছিলেন। কোনও নির্দিষ্ট ফরম্যাটের জন্য এই একাদশ তৈরি করা হয়েছে কিনা, সেটা অবশ্য সচিন জানাননি। কিন্তু নিজের এই একাদশে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জায়গা দিলেও বিরাট কোহলিকে জায়গা দেননি। জায়গা পাননি মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকা ক্রিকেটারও।

সচিনের পছন্দের একাদশ: বীরেন্দ্র সেওবাগ, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলী, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম, হরভজন সিং, গ্লেন ম্যাকগ্রা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর