অস্ট্রেলিয়ায় দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ, কমেন্ট্রি ছেড়ে বাড়ি ফিরে গেলেন ব্রেট লি

বাংলা হান্ট ডেস্কঃ ফের নতুন করে করোনা হানা দিল অস্ট্রেলিয়ায়। ভারত- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে সিডনিতে, যার জেরে বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনির নর্দান বিচের দিকে নতুন করে 28 জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আর সেই কারণে ধারাভাষ্যকর ব্রেটলি সহ আরও বেশ কয়েকজন মিডিয়া টিমের লোকজনকে ইতিমধ্যেই বাড়ি পাঠাতে শুরু করে দিয়েছে এই সিরিজের ব্রড কাস্টিং সংস্থা।

ব্রডকাস্টিং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যেহেতু ফের নতুন করে করোনা আক্রান্ত শুরু হয়েছে সিডনিতে সেই কারণেই সকলের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কয়েকজন ধারাভাষ্যকর ও মিডিয়া পার্টনার কে তাদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সকলেরই ভালো হবে।

224733386775f02f144999877538997e03f0396fba972467121308f297f1db62e5e95bfa8 2

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে যারা গত 20 দিনের মধ্যে সিডনি কিংবা সিডনির নর্দান বিচ এলাকায় যাতাযাত করেছেন তাদেরকে এই মুহূর্তে সবার থেকে আলাদা করে দেওয়া হবে এবং তাদেরকে একটা সুরক্ষিত জায়গায় রাখা হবে। আর সেই কারণে ব্রেট লি কে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ ব্রেট লি-র বাড়ি অস্ট্রেলিয়ার সিডনিতে।

168553531777922c1af9b57a69344043b10027425c803ea5399c38c103eb5e38a70d0924d

অপরদিকে এই সিডনিতেই রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আগামী 7 ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সেই টেস্ট ম্যাচ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে তারা এই ব্যাপারে ইতিমধ্যে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন। তাদের মতে তৃতীয় টেস্ট আয়োজন করতে কোন প্রকার অসুবিধা হবে না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর