ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে বিশেষ বার্তা দিলেন ব্রেট লি।

সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। সেই সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতেই প্রথমবার বিদেশের মাটিতে দিনরাত্রি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। করোনা পরবর্তী সময়ে ক্রিকেট বিশ্ব এখন এই দুই মহাশক্তিধর দেশের লড়াইয়ের দিকেই তাকিয়ে রয়েছে।

এই টেস্ট সিরিজকে ঘিরে জনপ্রিয়তা তুঙ্গে। সেই কারণেই এবারের এই টেস্ট সিরিজ দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গতবার অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। বিরাট কোহলিই প্রথম ভারত অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন। তাই এই টেস্ট সিরিজ অজিদের কাছে কার্যত বদলার টেস্ট সিরিজ।

74456265bece43d1a68ce1edf4bdc58c6f1cfb88efa8ac2cde99286fed382b3ad0432c64

ভারত-অস্ট্রেলিয়ার এই টেস্ট সিরিজ নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেসার ব্রেট লি বলেছেন, এই টেস্ট সিরিজ অ্যাশেজ সিরিজের মতোই গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ থাকলে সেটা অত্যন্ত আকর্ষনীয় হয়ে ওঠে। আর সেই দিকে দেখতে গেলে এবারের এই টেস্ট সিরিজ অ্যাশেজ সিরিজের মতোই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর