বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবি শাস্ত্রীর পথেই হাঁটলেন ব্রেট লি। তার সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে বিরাট কোহলি নিজের অফফর্ম কাটিয়ে উঠতে কি করতে পারেন। জবাবে বিরাটকে একটি সাময়িক বিরতি নেওয়ার কথা বিবেচনা করে দেখতে বলেছেন প্রাক্তন অজি পেসার। তার মতে সেই বিরতি তার মনকে সতেজ করতে পারেন এবং তারপর যখন তিনি তরতাজা হয়ে ফিরবেন তখন নিজের পুরোনো ফর্ম ফিরে পেলেও পেতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাত উইকেটে হারের পর এবারের মতো আইপিএলের ১৫ তম মরশুমে কোহলিদের ট্রফি অভিযান শেষ হয়েছে। শনিবার একটি সাক্ষাৎকারে এই বিষয়ে লি বলেছেন “আমি মনে করি এটা একটা উদ্বেগের বিষয়। আমি চাই যে কোহলি অবশ্যই আবারও বেশি বেশি রান করুক।”
আইপিএলে চলতি মরশুমটা বিরাট কোহলির একেবারেই ভালো কাটেনি। এই মরসুমে বিরাট কোহলিকে ক্রমাগত নিজের ফর্ম নিয়ে স্ট্রাগল করতে দেখা গেছে। আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচে ২৩-এর কাছাকাছি গড়ে ৩৪১ রান করেছেন বিরাট। অর্ধশতরানের গন্ডি পেরিয়েছেন মাত্র দুই বার এবং তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৫.৯৯, যা একেবারেই বিরাট সুলভ নয়। তাকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাই বিশ্রাম দেওয়া হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ৰাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। রোহিত এবং বিরাট দুজনেই চলতি আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না। বার্মিংহামের এজবাস্টনে ১-৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের সময় কোহলি এবং রোহিত উভয়েই দলে ফিরবেন।