বাংলাহান্ট ডেস্কঃ কনের সাজে একটি মেয়ে ঠেলা ভর্তি গাড়ি এবং গাড়িতে থাকা তাঁর বরকে টেনে নিয়ে যাচ্ছে। দুঃখে কষ্টে মেয়েটির দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় এমনই একটি নতুন কনের ভিডিও ভাইরাল (viral video) হয়েছে ব্যাপকহারে।
ঠেলা গাড়িতে রয়েছে মেয়েটির বাপের বাড়ি থেকে দেওয়া পণের সামগ্রী। যা মেয়েটি টেনে নিয়ে যাচ্ছে। সেইসঙ্গে তাঁর বরও উঠে বসেছে গাড়িতে।
প্রায়শই দেখা যায়, বালিকা বিবাহ, অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া, যখন পড়াশুনা করার বয়স, তখন জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় অনেক পরিবারের মেয়েদের। ছেলের বাড়ির দাবি করা পণের সমস্তটা না দিলে আবার মেয়েকে অত্যাচারও করা হয়।
সম্প্রতি এই পণের বিষয়ে সকলের নজর আকর্ষণ করতে পাকিস্তানী ডিজাইনার আলি জিশান তাঁর ফ্যাশান শোয়ে মডেলের পরিবর্তে একটি বিয়ের সেটের উপস্থাপন করেন। ইউনাইটেড নেশন উইমেন পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ‘নুমাইশ’ নামের এই গল্পটি তৈরি করে। ছবি শেয়ার করার পাশাপাশি, তিনি একটি ভিডিও শেয়ার করে, যেখানে গোটা বিষয়টা পরিস্কার করে বোঝানো হয়েছে।
https://www.instagram.com/tv/CK_GSR3lGoI/?utm_source=ig_embed
আবদুল্লাহ হেরিস এই ভিডিওটির পরিচালনা করেছেন। এই ভিডিওতে দেখানো হয়েছে, একটি অল্প বয়সী মেয়ে বিয়ের পর কিভাবে কষ্টের সঙ্গে স্বামীর ওজন এবং পণের সামগ্রী টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওর সঙ্গে ক্যাপশনে আলি জিশান লিখেছেন, মেয়েকে না পড়শুনা করিয়ে তাঁর পরিবার টাকা জমিয়ে তাঁর বিয়ের জন্য একটু একটু পরে পণের সামগ্রী জোগার করতে থাকে। তাদের কাছে মেয়ের পড়াশুনা অপেক্ষা বিয়েতে পণ দেওয়াটা বেশি জরুরী। এখন সময় এসে গেছে এই প্রথা শেষ করবার।