বাংলা হান্ট ডেস্ক : সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brijbhusan Sharan Singh) বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন ৭ জন মহিলা কুস্তিগির (Women Wrestlers)। চলতি বছরের শুরুর দিকেই ভারতের সেরা কুস্তিগিররা যন্তর মন্তরে ধরনা শুরু করেছিলেন। সেই সময়ে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনা হয়।
প্রতিবাদের সুর ক্রমশ গর্জে উঠছিল। এই অবস্থায় আচমকাই আন্দোলন থেকে ‘সরে’ দাঁড়ালেন সাক্ষী, বিনেশরা। উত্তর ভারত রেলওয়েতে নিজের কর্মক্ষেত্রে যোগ দিলেন সাক্ষী। বজরং, বিনেশরাও যোগ দেন নিজেদের কর্মক্ষেত্রে। তাহলে কি কুস্তিগিরদের আন্দোলন এখানেই শেষ? আপাত দৃষ্টিতে এটা মনে হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই আন্দোলনে আখেরে লোকসান হয়েছে বিজেপিরই।
এবিপি সি ভোটারের সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, প্রায় ৪৭ শতাংশ মানুষ মনে করছেন ব্রিজ ভূষণ শরন সিংহ-র জন্য সংসদীয় রাজনীতিতে ভালো রকম ধাক্কা খেতে চলেছে বিজেপি। ১৭.৩ শতাংশ মানুষ মনে করছেন ভোট ব্যঙ্কেও ভালোরকম প্রভাব ফেলবে কুস্তিগিরদের এই আন্দোলন। তবে প্রায় ২৩ শতাংশ মানুষ মনে করছেন আসন্ন লোকসভা নির্বাচনে তেমন কোনও প্রভাব ফেলবে না।
চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এনডিএ জোট থেকেও। এনডিএ জোটের ৫৪ শতাংশ মনে করছে আসন্ন নির্বাচনের আগে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বিজেপির ভাবমূর্তি। এবার প্রশ্ন ওঠে কুস্তিগিরদের বিরোধী জোটের সাহায্য নেওয়া উচিত কিনা। সমীক্ষায় জানা যাচ্ছে, প্রায় ৫১ শতাংশ মানুষ চাননা কুস্তিগিররা বিরোধী দলের সাহায্য নিক। অপরদিকে প্রায় ৫৪ শতাংশ নাগরিক বিরোধী জোটের সমর্থনকে সঠিক বলে মনে করছেন।
কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সুর চড়িয়েছিলেন দেশের কুস্তিগিররা। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে কুস্তিগিরদের আন্দোলন সরাতে আসরে নামতে হয় দিল্লি পুলিশকে। আটক করা হয় সাক্ষী, বিনেশদের। আন্দোলনের মাত্রা আরও তীব্র হয়। হরিদ্বারের গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি জারি করেন দেশের কুস্তিগিররা।
কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ও অপসারণের দাবিতে আন্দোলনের মাত্রা ক্রমশ বাড়াতে থাকেন সাক্ষী মালিক, বিনেশ ফোগতরা। অন্যান্য রাজ্য থেকেও কুস্তিগিরদের এই আন্দোলনকে সমর্থন করা হয়। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এ রাজ্যের ক্রীড়াবিদদের অবস্থান বিক্ষোভে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।