নিজেদের অস্তিত্ব সংকটে,তবুও NRC ইস্যু নিয়ে মমতা ব্যানার্জীকে বিঁধলেন বৃন্দা কারাট

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার বালিতে গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনে এসে এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিঁধলেন সিপিএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাট।তিনি দাবি করেন,” মমতা ব্যানার্জী দুমুখো রাজনীতি করছেন রাজ্যে। তিনি বলেন জাতীয় জনসংখ্যা পন্জিকরণ নিয়ে মমতা কোনো কথা বলছেন না বরং তাকে সমর্থন করছেন। আর তার দাবি এই পন্জিকরণ এর কাজটাই সমস্যার শুরু। এই পঞ্জিকাকরণেই প্রথম চিহ্নিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার তারা যাকে সন্দেহ করছেন। তারপরে এই পঞ্জিকার তালিকা ধরেই এন আর সি তারা চালু করবেন। যদি মমতা ব্যানার্জীর এন আর সি নিয়ে আপত্তি থাকে তাহলে কেন তিনি যেন পি আর নিয়ে বিরোধ দেখছেন না। আর কেন তিনি এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে দিচ্ছেন। এটা ঠিক কাজ হচ্ছে না বলেই তিনি দাবি করেন। পাশাপাশি এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে বলেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এগিয়ে রয়েছে শিশু হারিয়ে যাওয়া ও মহিলাদের উপরে আসিড আক্রমণের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। যেখানে সারা দেশে কোনভিকশান রেট ২৪.৫০% কিন্তু এখানে ৩.২০%। এটা আমাদের কাছে লজ্জার।

IMG 20191123 214639 2

 

অপরদিকে সংসদে অমিত শাহের শান্ত কাশ্মীরের পরিস্থিতির দাবিও ওড়ালেন সিপিএম নেত্রী বৃন্দা করাট। কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে খারিজ করেন। তিনি দাবি করেন সামান্য নেই কাশ্মীরের পরিস্থিতি। তিনি প্রশ্ন তোলেন যদি কাশ্মীরের পরিস্থিতি অমিত শাহের দাবি মতো স্বাভাবিক হতো তাহলে কেন এখনো সেখানে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। তিনি আরো প্রশ্ন তোলেন কেন সেখানে স্কুল কলেজের পঠনপাঠন বন্ধ রয়েছে। তিনি দাবি করেন যেখানে রাস্তার কোনায় কোনায় অস্ত্র হাতে সামরিক বাহিনীকে পাহারা দিতে হয়, যেখানে দোকান পাঠ বন্ধ করে রাখা হয়েছে। অমিত শাহের এই স্বাভাবিক পরিস্থিতি ভারতের সংবিধানের স্বাভাবিক পরিস্থিতি নয় বলেই তিনি দাবি করেন। তিনি অমিত শাহ কে এই ধরণের ভাষণ সংসদে দেওয়ার জন্য আজকে ভৎসনা করে বলেন ওনার লজ্জা হওয়া উচিত।

সম্পর্কিত খবর