মাত্র ৫০০ টাকায় বাড়িতে নিয়ে আসুন এই AC, এক গ্লাস জলেই পাবেন কাশ্মীরের মতো ঠাণ্ডা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে ইতিমধ্যেই গ্রীষ্মের (Summer) দাবদাহ ক্রমশ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, পাল্লা দিয়ে বেড়ে চলেছে তাপমাত্রা। এমতাবস্থায়, গরমের হাত থেকে বাঁচতে অনেকেই বাড়িতে নতুন কুলার (Cooler) কিংবা AC কেনার কথা ভাবছেন। যদিও, AC কিংবা কুলার কেনার ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই বেশি থাকে। আর সেই কারণেই অধিকাংশজন এগুলি কেনা থেকে বিরত থাকেন।

তবে, এবার ওই খরচের চিন্তা থেকেই মিলবে মুক্তি! কারণ, এবারে এমন একটি AC বাজারে উপলব্ধ হয়েছে যেটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। শুধু তাই নয়, সেটির ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ নিয়েও কোনো বাড়তি চিন্তা করতে হবে না আপনাকে। মাত্র ৫০০ টাকাতেই পাওয়া যাবে ওই AC। প্রথমে বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা।হল।

মূলত, আমরা যে AC-র বিষয়টি জানাবো সেটি সাধারণ এয়ার কন্ডিশনার থেকে আকারে অনেক ছোট। পাশাপাশি, সেটি সর্বত্র বহনযোগ্য অর্থাৎ পোর্টেবলও বটে। এমতাবস্থায়, আপনি যদি এমন একটি পোর্টেবল কুলিং ডিভাইস খুঁজছেন যা কম বিদ্যুৎ খরচের মাধ্যমে ভালো কাজ করতে পারে তাহলে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই মিনি কুলারটি কয়েক মিনিটের মধ্যে একটি ঘরকে ঠান্ডা করে দিতে পারে।

Portable Mini AC: বাড়িতে পড়াশোনা কিংবা কোনো কাজ করার সময়েও এই মিনি AC দুর্দান্তভাবে আপনাকে শীতলতা প্রদান করতে সক্ষম। এটি অনলাইন এবং অফলাইন উভয় জায়গা থেকে কেনা যাবে। যেটির দাম ৫০০ থেকে শুরু হয়ে ২ হাজার টাকা পর্যন্ত থাকে। পাশাপাশি, এগুলির বিভিন্ন ডিজাইনও রয়েছে।

whatsapp image 2023 04 03 at 4.07.26 pm

কিভাবে করে কাজ: মূলত, এই AC-র জন্য আপনাকে ড্রাই আইস বা জল ব্যবহার করতে হবে। এগুলির মাধ্যমে শীতলতা প্রদান করবে এই যন্ত্র। যাঁরা নিয়মিত স্টাডি টেবিল বা অফিসের টেবিলে কাজ করেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত ডিভাইস হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর