বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সর্বত্র প্রভাব বিস্তার করছে শীত (Winter)। প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে পারদের স্তরও। এমতাবস্থায়, ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই একাধিক উপায় অবলম্বন করছেন। এমতাবস্থায়, আপনিও আপনার বাড়িটিকে গরম রাখতে হিটারের (Heater) সাহায্য নিতে পারেন। পাশাপাশি, বর্তমান প্রতিবেদনে আমরা কিছু আকর্ষণীয় হিটারের প্রসঙ্গও উপস্থাপিত করছি।
মূলত, শীতের মরশুম শুরু হলেই এগুলির চাহিদা পাল্লা দিয়ে বাড়তে থাকে। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এগুলির দামও অনেকটাই কমে যায়। এমনকি, পাওয়া যায় দুর্দান্ত ছাড়ও। তাই, আপনি শীতের শুরুতেই একদম স্বল্প খরচে ঘর গরমের জন্য হিটার কিনে নিতেই পারেন। এগুলি ব্যবহার করা যেমন সহজ তেমনি এগুলি কাজেও দারুণ। তো, চলুন জেনে নিই আকর্ষণীয় কিছু হিটারের দাম ও ফিচার্স সম্পর্কে।
KNYUC MART Small Electric Handy Room Heater: এই হিটারটি আপনি অনলাইনেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, এটির দাম হল মাত্র ৯৯৯ টাকা। যদিও, এখানেও রয়েছে চমক। মূলত, হিটারটির ক্ষেত্রে ৩১ শতাংশের ডিসকাউন্ট রয়েছে। যার ফলে আপনি এটি শুধুমাত্র ৬৮৯ টাকায় পেতে পারেন। পাশাপাশি, Fast Delivery-র বিকল্পও রয়েছে। শুধু তাই নয়, কার্ড মারফত পেমেন্ট করলেও বিভিন্ন অফারের সুবিধা পাওয়া যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, KNYUC MART Small Electric Handy Room Heater-টি খুব দ্রুত ঘরকে গরম করে দিতে পারে। যার ফলে প্রবল শীতেও নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি।
BELLUXA Wall-Outlet 400 Watts Electric Handy Room: এই হিটারটি অপেক্ষাকৃত অনেকটাই হাল্কা। তবে, এটিও খুব দ্রুত গরম করতে পারে ঘর। হিটারটির দাম হল ১,১৯৯ টাকা। যদিও, এটি কেনার ক্ষেত্রে একদম ৫০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা।
Bajaj Majesty 2000 Watts Fan Room Heater: প্রথমেই জানিয়ে রাখি যে, এই হিটারটির দাম একটু বেশি। যদিও, হিটারটি কাজের দিক থেকে নিঃসন্দেহে দারুণ। Bajaj Majesty 2000 Watts Fan Room Heater-টি আপনি ক্রোমা থেকে ২,৭০০ টাকায় কিনতে পারবেন। যদিও, এই রুম হিটারের আসল মূল্য হল ৩,৪৩৯ টাকা। হট এয়ার সিকিউলেশনের মাধ্যমে এটি বাতাসকে খুব গরম করে তোলে। পাশাপাশি, হিটারটিতে থার্মোস্ট্যাট কন্ট্রোলের সুবিধাও দেওয়া হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট সীমার পরে, এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হয়ে যায়।