মোদিকে নিয়ে মনগড়া রিপোর্ট করায় ক্ষুব্ধ ব্রিটিশ সাংসদ, করলেন BBC-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (BBC) তোপ দাগলেন লর্ড রামি ব়্যাঙ্গার৷ তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডস-এর সদস্য (House of Lords of the UK Parliament) ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নতুন একটি সিরিজ তৈরি করছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি৷ এই সিরিজ নিয়েই সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিবিসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়ের অভিযোগ আনেন লর্ড রামি (Lord Rami Ranger) ৷

টুইট করে তিনি লেখেন, ‘আপনারা কোটি কোটি ভারতীয়কে যথেষ্ট আঘাত করেছেন৷ এটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় পুলিসি ব্যবস্থা এবং ভারতের বিচার ব্যবস্থাকে অপমান করেছেন। আমরা সংঘাত এবং জীবনহানির তীব্র নিন্দা করছি৷ তার সঙ্গে আপনাদের একপেশে রিপোর্টিংয়েও সমালোচনা করছি।’

modi 2

 

ব্রিটিশ সংবাদসংস্থা দু’টি পর্বের ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ (India: The Modi Question) সিরিজ তৈরি করেছে ৷ আর এ নিয়ে বিতর্কে পড়েছে বিবিসি ৷ ব্রিটিশ সংবাদসংস্থা জানায়, ২০০২ সালে গুজরাত দাঙ্গায় (Gujarat Riot) হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিবিসি খতিয়ে দেখতে চায়, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাঁর সরকারের আচরণ নিয়ে ক্রমাগত অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি কীভাবে প্রধানমন্ত্রীর আসনে টিকে রয়েছেন ?

তবে লর্ড রামির টুইটকে সমর্থন করে অনেক ভারতীয় বংশোদ্ভূতই বিবিসির বিরুদ্ধে মত দিয়েছেন ৷ এর আগে ১৯৪৩ সালের বাংলার মন্বন্তর (1943 Bengal famine) নিয়েও সিরিজ তৈরি করেছে বিবিসি। এই মন্বন্তরে 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে, অপুষ্টিতে ভুগে মারা গিয়েছেন৷ এক নেটিজেন দাবি করেন, ‘বাংলার মন্বন্তর নিয়ে বিবিসির একটি সিরিজ করা উচিত, যার শিরোনাম হবে, ‘ইউকে: দ্য চার্চিল কোয়েশ্চেন’ (UK: The Churchill Question)” ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল (UK Prime Minister Winston Churchill) নির্দেশ দিয়েছিলেন, অনাহারে থাকা ভারতীয়দের খাবার ব্রিটিশ সেনাবাহিনীকে পাঠানো হোক ৷ যদিও সেনাবাহিনীর কাছে যথেষ্ট খাবার মজুত ছিল ৷ ব্রিটেন এবং ইউরোপেও খাবারের কোনও অভাব ছিল না ৷


Sudipto

সম্পর্কিত খবর