বিকেলে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত,আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

বাংলা হান্ট ডেস্ক : গতকাল রাতের হঠাৎ বৃষ্টি অবশেষে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছিল শহরে। কিন্তু ফের সকাল হতেই সেভাবে কেটে যাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছেনা তাও আবহাওয়া দফতরের ঝুলি ধরে আসছে আবার সুখবর, পূর্বাভাস অনুযায়ী বিকেলের ফের বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ৷

শুক্রবার সকাল থেকেই গরমের তীব্রতা কিছুটা কম থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।রোদ আবার কিছুটা মেঘলা খেলা করা একটা আকাশ ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷

   

aa9a5 02e34faf 6b06 480b 9e56 551b18d4e598তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রার হেরফের নয় ৷ দিনভর থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷

সম্পর্কিত খবর