সনাতন গরাই,দুর্গাপুর: বিশ্বাসে মেলায় বস্তূ তর্কে বহুদূর।কখনো কখনো বিজ্ঞান হার মেনে নেয় ভগবানের কাছে। খড়ার দাপটে,নেই বৃষ্টি মাথায় হাত ছিল কাঁকসার চাষীদের।প্রতিবছর চাষ শুরুর আগে বিষ্ণুপুরের মানুষেরা মহা সমারোহে পূজা দেয় শ্যামরুপা দেবীর।
এই বছর গ্রামের মানুষের সম্যসার কারণে প্রথম দিকে পূজা দিতে পারেন নি শ্যামরুপা দেবীর।ওই এলাকার মানুষ জানান এই বছর একদিকে প্রচন্ড গরম অপরদিকে খড়ার দাপট।যার ফলে আমন ধান চাষের ব্যাপকভাবে ক্ষতি হয়।মাথায় হাত পরেগিয়েছিলো চাষীদের।শেষমেষ সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে মহা সমারোহে জাগযজ্ঞ করে মায়ের পূজা দেন।মঙ্গলবার দেওয়া হয় শ্যামরুপা দেবীর পূজা।পূজা শেষে গোটা গ্রামবাসীর জন্য ব্যাবস্থা থাকে অন্নকূটের।পূজা দেওয়ার ঠিক পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি।
সমস্ত চাষীরা খুশিতে মেতে ওঠেন।একজন চাষী জানান মায়ের পূজা দেওয়া হয় প্রত্যেক বছর চাষের আগেই,আর পূজা দেওয়ার পর থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি।এই বছর মায়ের পূজা দিতে দেরি হলেও মা কিন্তূ কথা রেখেছে।
গ্রামবাসী ও সমস্ত চাষীরা পূজা দিয়ে ও খাওয়াদাওয়া সেরে মা শ্যামরুপার জয় দিয়ে বাড়ি ফিরে আসেন।