বাংলাহান্ট ডেস্কঃ আগেই চীনের (china) সংস্থা হুয়াওয়ে ব্যানের পথে হেঁটে ছিল মার্কিন (America) মুলুক। এবার সেই পথেই হাঁটতে বাধ্য হল ব্রিটেনও (Britain) । মূলত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেই এই সিদ্ধান্ত নিল ইংরেজরা।
ব্রিটেন সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, ব্রিটেনের নয়া ৫জি নেটওয়ার্কে চিনা সংস্থা হুয়াইয়ের যা সরঞ্জাম আছে, তা ২০২৭ সালের মধ্যে বাতিল করা হবে। একইসঙ্গে চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে নয়া সরঞ্জাম কেনার উপর নিষেধাজ্ঞা চাপানো হবে।
আমেরিকা সরকার কড়া অবস্থান নিয়ে ব্রিটেনকে জানিয়েছিল, হুয়াওয়ের মাধ্যমে ব্রিটেনে চীন সরকার নজরদারি চালাতে পারে তাই এই সংস্থাকে বাতিল না করলে একটি গোয়েন্দা তথ্য ব্যাবস্থাপনা বাতিল করা হবে৷ যদিও চীনও পাল্টা হুমকি হিসাবে বলেছে, হুয়াওয়ে ব্যান হলে ব্রিটেনকে তার ফল ভুগতে হতে পারে।
এর আগে, চীনের বিনিয়োগকারীর হাত ধরে দেশের সুরক্ষা প্রশ্নের মুখে পড়তে পারে এই কারন দেখিয়ে চীনের দুই বিনিয়োগকারী সংস্থা হুয়ায়েই ও জেটিই কে তালিকা থেকে বাদ দিয়েছে মার্কিন মুলুক।
আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, এই দুই কোম্পানির সঙ্গে চিনের মিলি টারি ও গোয়েন্দা সংস্থার যোগ রয়েছে। এই দুই সংস্থাই ইউনিভার্সাল সার্ভিস ফান্ডের অধীনে প্রজেক্টে বিনিয়োগ করেছিল। আমেরিকার যোগাযোগ ও প্রযুক্তির দিকে নজর রাখা ফেডারাল কমিউনিকেশনস কমিশন জানিয়েছে, এই দুই কোম্পানির মাধ্যমে মার্কিন নেটওয়ার্কে সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন দেখা দিতে পারত তাই এই দুই কোম্পানি কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।