পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন,আশঙ্কা যুদ্ধের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যুদ্ধের দামামা বাজতে চলেছে মধ্যপ্রাচ্যে। ব্রিটেন পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী অবৈধভাবে ইরানী তেল ট্যাংকার আটক করার ঘটনাকে কেন্দ্র করে তেহরানের সাথে লন্ডনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ সেপ্টেম্বর মাসে পারস্য উপসাগরে এইচএমএস কেন্ট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে।’

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, নিরাপত্তা রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। পারস্য উপসাগরে এইচএমএস মন্ট্রোস নামে যে যুদ্ধজাহাজটি ছিল সেটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।এর পরিবর্তে পাঠানো হবে এইচএমএস ডানকান নামে একটি যুদ্ধজাহাজ।

X