দুর্দান্ত খবর!নয়া রেকর্ড ভারতের!সামনে এল বিশ্বসেরা ‘টপ টেন’ ফুড ব্র্যান্ডের নাম, ফার্স্ট ‘এই কোম্পানি’

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালের ব্র্যান্ড ফিনান্স ফুড অ্যান্ড ড্রিঙ্কস রিপোর্ট সামনে আসতে আলোড়ন পড়ে গেছে চারদিকে। ভারতের দুটি সংস্থা জায়গা করে নিয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী ফুড ব্র্যান্ডের তালিকায়। সবথেকে অবাক করে দেওয়া কথা হল এই তালিকার একদম শীর্ষে অবস্থান করছে একটি ভারতীয় কোম্পানি।

আমূল (Amul) ও ব্রিটানিয়ার (Britannia) জয়জয়কার

ভারতের (India) জনপ্রিয় ব্র্যান্ড আমূল (Amul) ২০২৪ সালের বিশ্বের সবথেকে শক্তিশালী ফুড ব্র্যান্ডের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে। ব্র্যান্ড স্ট্রেন্থ ইনডেক্স বলছে এই মুহূর্তে গোটা বিশ্বে যে কটি ফুড ব্র্যান্ড রয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারতের আমূল (Amul)। জনপ্রিয় ভারতীয় সংস্থা আমূল (Amul) ১০০ নম্বরের মধ্যে ৯১.১ নম্বর পেয়ে রয়েছে তালিকার শীর্ষে।

আরোও পড়ুন : মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ! প্রতিবাদ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন শ্রীলেখা

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে আমূল (Amul) সংস্থার এই সাফল্যের পিছনে রয়েছে সাধারণ মানুষের ভরসা, চাহিদা, রেকমেন্ডেশন। বিশ্বের সেরা ফুড ব্র্যান্ডের তালিকায় সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের আরও একটি কোম্পানি ব্রিটানিয়া (Britannia)। এই তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে ব্রিটানিয়া। বিস্কুট, কেক ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের ঘরে ঘরে অত্যন্ত পরিচিত ব্রিটানিয়া।

174931d07ca011eead843ca49aed4e2e VARIANT 6024c652cd5fea001a8fb471 1

আমেরিকান চকলেট কোম্পানি হার্শে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ডোরিটোস ও চিটোসের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলিও এই তালিকায় জায়গা পেয়েছে। গোটা বিশ্বে আমূল ও ব্রিটানিয়ার মতো ভারতীয় সংস্থাগুলি নিজেদের চাহিদা বাড়াতে সক্ষম হচ্ছে। বিশ্বের সেরা ১০ ফুড ব্র্যান্ডের তালিকায় দুই ভারতীয় সংস্থার জায়গা পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। উন্নত গুণগত মান ও গ্রাহক সেবার নিরিখে ভারতীয় ফুড ব্র্যান্ডগুলির মান গোটা বিশ্বে বৃদ্ধি পেয়েছে অনেকাংশেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর