বাংলাহান্ট ডেস্ক: বিমানে সাধারণত জানালার ধারের আসনের (Window seat) জন্য যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেয় বিমান সংস্থাগুলি (Airlines)। যাত্রীদের মধ্যেও অনেকেই বিমানে চড়ার সময়ে জানালার ধারের সিট পছন্দ করেন। কারণ বাইরের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে উড়ে চলে যাওয়া যায় গন্তব্যে। ব্রিটিশ এয়ারওয়েসের (British Airways) এক যাত্রীও জানালার ধারের আসন পাওয়ার জন্য অতিরিক্ত টাকা দিয়েছিলেন। কিন্তু বিমানে ওঠার পর তাঁর চক্ষু চড়কগাছ! বিমানে উঠে তিনি দেখেন, যে সিটের জন্য তিনি বেশি টাকা দিয়েছেন, সেখানে কোনও জানালাই নেই!
একটি সম্পূর্ণ জানালাহীন উইন্ডো সিটের জন্য বেশি টাকা দিয়েছেন তিনি। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ অনিরুদ্ধ মিত্তল নামক ওই যাত্রী। বিষয়টি নিয়ে টুইট করেছেন তিনি। ব্রিটিশ এয়ারওয়েসকে ট্যাগ করে প্রশ্ন করেছেন, তাঁর জানালা কোথায়? এমন ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও। তাঁদের মনেও প্রশ্ন, জানালা না থাকা সত্ত্বেও অনিরুদ্ধের থেকে কী ভাবে বেশি টাকা নেওয়া হল?
এই আজব ঘটনা নিয়েই এখন চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে অনিরুদ্ধ টুইটারে (Twitter) লিখেছেন, ‘আমি বিমানের ডান দিকের একটি উইন্ডো সিটের জন্য বেশি টাকা দিয়েছিলাম। কারণ হিথরোতে অবতরণের সময়ের দৃশ্যটি মনমুগ্ধোকর।’ একইসঙ্গে তিনি তাঁর জানালাহীন ‘উইন্ডো’ সিটের একটি ছবি তুলেছেন। ব্রিটিশ এয়ারওয়েসকে ট্যাগ করে লিখেছেন, ‘আমার জানালা কোথায়?’
I paid extra for a right side window seat because it's supposed to be beautiful when you land into Heathrow.@British_Airways where's my window yo? pic.twitter.com/2EBYlweAfW
— Anirudh Mittal (@dhumchikdish) February 5, 2023
ছবিটি টুইটারে দেওয়ার পর এখনও অবধি ৫ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ পছন্দ করেছেন। অনেক নেটিজেনের মতে, বিমান সংস্থা ওই যাত্রীর সঙ্গে প্রতারণা করেছে। যার জন্য ব্রিটিশ এয়ারওয়েসকে কাঠগড়ায় তুলেছেন তাঁরা। অনেকে আবার বিষয়টি নিয়ে মজা করেছেন। এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘ওরা বোধ হয় জানত না আপনি একজন উইন্ডোস (অপারেটিং সিস্টেম) ব্যবহারকারী।’ অন্য একজন আবার লিখেছেন, ‘ব্রিটিশদের এই চুরি করা স্বভাব অনেক পুরোনো।’
কেউ কেউ আবার নিজেদের সঙ্গে ঘটা এমন ঘটনার বিবরণ দিয়েছেন অনিরুদ্ধের পোস্টের নীচে। এক নেটিজেন লিখেছেন, ‘আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল এমিরেটসের (Emirates) বিমানে। আমার ছেলের জন্য উইন্ডো সিট বুক করেছিলাম। কিন্তু সফর শেষে সে আমায় জানায়, তাঁর সিটে কোনও জানালা ছিল না।’ আরও একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ইন্ডিগোর (Indigo) বিমানে আমি এমন সিট পেয়েছিলাম। বিমান সেবিকাকে বিষয়টি জানালে তিনিও অবাক হয়ে যান।’