নেই পারফরম্যান্স, করছেন খালি লম্ফ-ঝম্প, কোহলির বিরুদ্ধে ক্ষুব্ধ ব্রিটিশ মিডিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ব্যাটে রান না পেলেও মাঠের মধ্যে উদ্যমের অভাব দেখা যাচ্ছেনা বিরাট কোহলির। বরাবরই মাঠের মধ্যে সতীর্থদের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসেন। নিজের সাফল্যে সতীর্থদের সাফল্য উদযাপন করে থাকেন। এত বছর ধরে যেহেতু তিনি নিজেও রান করে আসছিলেন এবং সেই সকল কাজ করছিলেন তাই ব্যাপারটা খুব বেশি কারণ নজরে আসেনি। এখন চূড়ান্ত অফ ফর্মে তিনি কিন্তু তা সত্ত্বেও সতীর্থরা উইকেট নিলে বা বড় রান করলে সবচেয়ে বেশি আনন্দিত দেখা যাচ্ছে তাকেই।

ইতিমধ্যেই তাকে ড্রেসিংরুমে রিশভ পন্থ বা যশপ্রীত বুমরার ব্যাটিংয়ের সময় উল্লাস করতে দেখা গেছে। মাঠেও প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন তিনি। ফর্মে থাকা ইংরেজটার ওখান অনিবার্য সঙ্গে তার বাদানুবাদ বেশ শিরোনামে কুড়িয়েছিল। কিন্তু এই নিয়ে মিশ্র ধারণা প্রকাশ করছেন তার ভক্তরা।

   

ভক্তরা অনেকেই মনে করছেন যে কোহলি এই সব বন্ধ করে নিজের পারফরম্যান্সের দিকে বেশি মনোযোগী হলে হয়তো ভারতের বেশি লাভ হবে। আবার অনেকে বলছেন সে কোহলির এই স্বভাবটা সহজাত তিনি এতদিন সাফল্যের সাথে পারফরম্যান্স করে এসেছেন বলে কেউ কিছু বলতে পারেনি আজকেও তিনি নিজের স্বাভাবিক আচরণ বজায় রাখছেন কিন্তু যেহেতু আজ তার পাশে পারফরম্যান্স নেই তাই তার বিরুদ্ধে এত কথা হচ্ছে।

আর এই সূযোগে দাঁত-নখ বার করে তার ওপর ঝাঁপিয়ে পড়েছে ব্রিটিশ মিডিয়া। পিয়ার্স মর্গ্যান থেকে শুরু করে ফ্যাবিয়ান কোর্ডি প্রত্যেকেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কোহলির প্রতি। প্লে স্টোর সাথে কোহলির ঝামেলা নিয়ে ইংরেজ ক্রিকেটার নিজেই ততটা বিচলিত নন যতটা বিচলিত ইংলিশ মিডিয়া। অনেকে তো সেই সূত্র ধরে নেই এটাও বলেছেন যে কোহলি এমন একজন ক্রিকেটার কে ব্যঙ্গ করার চেষ্টা করছিলো জেনে গত তিন ম্যাচে বিরাট কোহলির গত আড়াই বছরের চেয়ে বেশি শতরান করেছেন। ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে কোহলির ভালো পারফরম্যান্স ব্যতীত ব্রিটিশ মিডিয়ার এই আচরণকে স্থগিত করার ক্ষমতা আর কারোর নেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর