বাংলাহান্ট ডেস্ক : আবার কি পৃথিবীতে আসতে চলেছে ভয়ংকর কোনও অতিমারী (Pandemic)? ফের কি একবার মৃত্যু মিছিল দেখবে গোটা বিশ্ব? তেমনই ভয় ধরিয়ে দেওয়া ভবিষ্যৎবাণী করলেন ব্রিটিশ বিজ্ঞানী। ব্রিটেনের প্রাক্তন বিজ্ঞান উপদেষ্টা বলছেন, এই অতিমারী এড়াতে পারবেন না কেউ। ভয়ংকর এই অতিমারী ‘অবশ্যম্ভাবী’। এই বিজ্ঞানী সরকারকে সতর্ক করেছেন অতিমারীর মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য।
এই বিজ্ঞানী বলেছেন, বিপদ কোথা থেকে আসতে পারে নজরদারি চালাতে হবে সেই বিষয়ে। যদি কোনওক্রমে এই বিপদের আভাস পাওয়া যায়, তাহলে তা দ্রুততার সাথে নির্মূল করে ফেলতে হবে। এই বিজ্ঞানীর কথায়, যদি আগে থেকে আভাস পেয়ে ওষুধ, ভ্যাকসিন ও চিকিৎসার প্রস্তুতি রাখা যেত, তাহলে অনেকটাই রোখা যেত করোনার মহামারীতাকে। একই সাথে এই বিজ্ঞানীর পর্যবেক্ষণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে পড়ে দেশগুলি ‘অতিমারী চুক্তি’ করতে রাজি হয়েছে।
আরোও পড়ুন : ‘শাহজাহানের কাজের প্রতিবাদ করলেই…’ উষারানি ইস্যুতে এবার মমতাকে নিয়ে বিস্ফোরক মোদি
তবে অভাব রয়েছে সঠিক ফোকাসের। একই সাথে এই বিজ্ঞানীর মত, মহামারী আটকানোর অত্যন্ত একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে এই ‘অতিমারী চুক্তি’। ২০২০ সালের প্রারম্ভে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে করোনা মহামারী। চীন থেকে এই ভাইরাস ধীরে ধীরে গোটা বিশ্বে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে। একটি তথ্য অনুযায়ী, করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ছিল ৬১,২৫,২৬,৯৪৮ জন।
গোটা বিশ্বজুড়ে এই মহামারীতে প্রাণ হারান ৬৫,২৮,১০৫ জন। পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে প্রথমদিকে হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। পরবর্তীকালে এই রোগের ভ্যাকসিন বের হয়। তারপর পৃথিবী জুড়ে লাগাম দেওয়া গেছে করোনাকে। তবে একাধিক বিজ্ঞানী দাবি করেছেন এখানেই শেষ নয়। আগামী দিনে পৃথিবীতে আঘাত হানতে পারে করোনার থেকেও শক্তিশালী কোনও মহামারী।