ভাঙা ডান হাত কিন্তু চিকিৎসক প্লাস্টার করলেন বাম হাতে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পড়ে গিয়ে ১৪ মাসের এক শিশুর ডান হাত ভাঙে।  অথচ চিকিৎসক প্লাস্টার করেছেন তার বাঁ হাত। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Burdwan) খোস বাগান এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের মাধবডিহি থানা এলাকার লোহাই গ্রামের বাসিন্দা তপন বটব্যালের ১৪ মাসের শিশুর পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায় । আজ তাঁরা বর্ধমানের খোসবাগানের চিকিৎসক সৌম্য ঘোষের (soumya ghosh) কাছে আসেন । এক্স-রে করার পর সাড়ে তিন হাজার টাকা দিতে হবে বলে জানান ওই চিকিৎসক । তিনি শিশুটির পরিবারকে বলেন, যে হাতে প্লাস্টার করা হবে, সেই হাতের জামা খুলে রাখতে । সেই মতো ডান হাত থেকে জামা খুলেও রাখে তারা । তবে, প্লাস্টার করার সময় কাউকে শিশুটির কাছে থাকতে দেননি চিকিৎসক সৌম্য ঘোষ । মিনিট ১৫ পরে গিয়ে দেখে, শিশুটির বাঁ হাতে প্লাস্টার করা হয়েছে । শিশুটি সমানে কেঁদে চলেছে ।

শিশুর বাবা তপন বটব্যাল (Tapan Botball) বলেন, “ছেলের চিকিৎসা করাতে এসে কসাইয়ের হাতে পড়ে গিয়েছি ।” যদিও চিকিৎসক সৌম্য ঘোষ ভুল স্বীকার করেছেন । তবে, চিকিৎসকের শাস্তির দাবি করেছে পরিবার । চিকিৎসক সৌম্য ঘোষ বলেন, ভুল হয়েছে । কীভাবে হল তা বুঝতে পারেননি তিনি । খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

 

X