এখনও রেশ কাটেনি ১২৫ তম জন্মদিনের! তারই মাঝে নেতাজির চোখে ভাঙা সানগ্লাস শিলিগুড়িতে

বাংলা হান্ট ডেস্ক: দিন দু’য়েক আগেই দেশজুড়ে মহা সমারোহে পালিত হয়েছে তাঁর জন্মদিন। এখনও কাটেনি সেই রেশ! তবে, এরই মাঝে অদ্ভুত দৃশ্য চোখে পড়ল রাজ্যের মধ্যেই।

জন্মদিনের আবহেই নেতাজির চোখে উঠল ভাঙা সানগ্লাস! চরম অমর্যাদার এই ছবি ধরা পড়ল শিলিগুড়িতে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় মানুষ। পাশাপাশি, শিলিগুড়ির সুভাষপল্লীর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে।

সুভাষপল্লীতে অবস্থিত নেতাজির এই পূর্ণাবয়ব মূর্তিটি শিলিগুড়ি শহরের মধ্যে সবচেয়ে প্রাচীন মূর্তি। এই মূর্তিটি রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে একটি কমিটিও। সুভাষপল্লী জন কমিটি নামের ওই সংস্থাই সারা বছর ধরে দেখাশোনা করে এই মূর্তির। এই ঘটনায় অবাক হয়েছেন ওই কমিটির সদস্যরাও!

কে যে এই ঘটনা ঘটালো তা ভেবে পাচ্ছেন না কেউই। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন যে, “শহর তথা রাজ্যজুড়ে এখন একটা সাংস্কৃতিক অবক্ষয় চলছে। কখনও বিদ্যাসাগরের মুখে মাস্ক লাগিয়ে দেওয়া হচ্ছে তো আবার কখনও নেতাজিকে সানগ্লাস পরানো হচ্ছে। শহরজুড়ে মাতালের সংখ্যা ক্রমশ বেড়ে গেছে।”

এদিকে, এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। এই প্রসঙ্গে একজন বাসিন্দা জানিয়েছেন, “এই ঘটনাটা আমরা খুব খারাপ চোখে দেখছি। যেই করুক সে খুব অন্যায় করেছে। ছোট থেকেই আমরা এই মূর্তিকে শ্রদ্ধা জানিয়ে আসছি কখনও এইভাবে চশমা পরা অবস্থায় দেখিনি।”

যদিও, দুর্ভাগ্যজনক এই ঘটনার ফলে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। এমতাবস্থায়, সুভাষপল্লী জন কমিটির সদস্যরা শেষপর্যন্ত মই বেয়ে উঠে নেতাজি মূর্তিটির চোখ থেকে ওই ভাঙা সানগ্লাসটি সরিয়ে নিয়ে আসেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর