মালবাজারে হড়পা বানে বোনের মৃত্যুতে অস্থায়ী চাকরি দেন মুখ্যমন্ত্রী, ফিরিয়ে দিলেন নিহতের দাদা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের (Malbazar) মাল নদীতে হড়পা বান (Harpa Ban) কাণ্ডে শোরগোল ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। প্রশাসনের গাফিলতির প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি। যদিও পরবর্তীতে নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সকলকে চাকরির নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এর মাঝেই বিতর্ক বাড়িয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি ফেরালেন মালবাজার কাণ্ডে নিহত সুস্মিতা পোদ্দারের দাদা সুদীপ পোদ্দার (Sudip Poddar)।

কি কারণে চাকরি ফেরালেন নিহতের দাদা? সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ী চাকরির আবেদন জানিয়েছেন ওই যুবক। এক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী যাতে স্থায়ী চাকরি পাওয়া যায়, সে বিষয়ে আবেদন জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে হড়পা বান আসার কাণ্ডে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এই ঘটনায় আট জন মারা যাওয়ার পাশাপাশি আহত হন অনেকেই। পরবর্তীতে নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তার কথা ঘোষণা করলেও এক্ষেত্রে প্রশাসনের গাফিলতির প্রসঙ্গ তুলে ধরে কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি।

যদিও পরবর্তীতে মালবাজারের উদ্দেশ্যে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে নিহতদের পরিবার এবং অন্যান্য মানুষদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র প্রদান করেন তিনি। তবে এদিন সেই চাকরি ফিরিয়ে দিলেন সুদীপ পোদ্দার।

ওই যুবক জানায়, “মালবাজারে মৃতদের পরিবারদের সঙ্গে বৈঠকের মাধ্যমে স্থায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে পরবর্তীতে চিঠিতে দেখা যায়, প্রদান করা চাকরিটি অস্থায়ী এবং প্রয়োজন মতো কাজ দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে।” সেই কারণেই বর্তমানে চাকরি ফিরিয়ে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে স্থায়ী চাকরির আবেদন করলেন সুদীপ।

Malbazar river disaster

প্রসঙ্গত, হড়পা বান কাণ্ডে প্রশাসন নিজেদের ভূমিকা পালন করতে সক্ষম হয়নি, এই অভিযোগ তুলে যখন তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলগুলি, সেই মুহূর্তে দাঁড়িয়ে নিহতের দাদার দ্বারা চাকরি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিতর্ক বহুগুণে বৃদ্ধি পেল বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর