বাংলাহান্ট ডেস্ক : অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সন্দেশখালিতে এখন তাই আনন্দের মরশুম। গতকাল অবধি সন্দেশখালি ছিল আতঙ্কনগরী। এহেন অবস্থায় ফের কি একবার সন্দেশখালিতে জ্বলে উঠবে আগুন? ফ্যাকাসে হয়ে যাবে আনন্দ?
দাদার গ্রেপ্তারির পরই শেখ শাহজাহানের এক ভাই পালটা ‘মারে’র হুমকিতে অন্তত এমনই প্রশ্ন উঠছে।একই সাথে নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি।রেশন দুর্নীতির তদন্তে গত ৫ই জানুয়ারি ইডি আধিকারিকরা হানা দেয় শেখ শাহজাহানের বাড়ি।
আরোও পড়ুন : মোদীই ভারতে সবথেকে প্রভাবশালী নেতা! ১৬-তে রাহুল গান্ধী, কত নম্বরে মমতা? দেখুন তালিকা
তবে সেখান থেকে ইডি অধিকারীদের ফিরতে হয় শাহজাহানকে ছাড়াই। এই প্রসঙ্গে আলমগীর বলেছেন, “সাতসকালে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কিন্তু কিছুই পায়নি। যদি রেশন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নিক তদন্তকারী সংস্থা। কিন্তু যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?”
আরোও পড়ুন : চাল পাঠাবে না ভারত! খিদেয় পেট পুড়তে পারে অনেক দেশের, দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের
শাহজাহানের আরেক ভাই শেখ আলমগীরের কথায়, “আইন যেন সকলের জন্য সমান হয়। যদি শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় তবে আইন আইনের পথে হাঁটবে। কিন্তু যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে যারা যারা এই অভিযোগ তুলেছে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করব।”
শেখ আলমগীর যেভাবে ‘পালটা মারে’র হুমকি দিলেন তাতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। আলমগীরের মুখে বগটুই কাণ্ডের কথা উঠতেই অনেকেই ভাবছেন ভাদু শেখের খুনের পর যেভাবে তাঁর অনুগামীরা ‘বদলা’ নিতে ঘরে ঘরে আগুন ধরিয়েছিলেন, শাহজাহানের গ্রেপ্তারির পর সন্দেশখালিতে তার পুনরাবৃত্তি হবে না তো!