দুরন্ত ব্রুনো, দুর্ধর্ষ পেপে, ম্যাসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে গেল রোনাল্ডোর পর্তুগাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সেই নভেম্বর মাস থেকে ঘুম উড়েছিল পর্তুগাল ভক্তদের। আপাতদৃষ্টিতে নিরীহ বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের গ্রূপে একমাত্র বলার মতো প্রতিপক্ষ ছিল সার্বিয়া। ইউরোপিয়ান বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের গ্রূপগুলির মজাই এই। বড় বড় দলগুলি খাতায় কলমে অনেক পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে ম্যাচ খেলে ভুঁড়ি ভুঁড়ি গোল করার সুযোগ পায়। কিন্তু কোনও অঘটনের কারণে যদি একটিও ম্যাচ হারতে হয়, তাহলেই বিশ্বকাপের যোগ্যতাঅর্জন অনিশ্চিত হয়ে পড়ে। পর্তুগালের সাথেও ঘটেছিল এমন ঘটনাই।

গ্রূপের বাকি ৩টি আপাত নিরীহ দলের বিরুদ্ধে হোম অ্যাওয়ে মিলিয়ে মোট ৬ টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছিল এবং ১টি ম্যাচে ড্র করেছিল পর্তুগাল। একই রকম ছিল সার্বিয়ার জয় হারের পরিসংখ্যানও। কিন্তু সার্বিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে এগিয়ে গিয়েও নাটকীয় ভাবে শেষ মুহূর্তে মিত্রভিচের গোলে ২-১ ফলে হারতে হয়েছিল পর্তুগালকে। সার্বিয়ার মাঠে তার আগে অ্যাওয়ে ম্যাচে ২-২ ফলে ড্র করেছিল পর্তুগিজরা। যদিও সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি যোগ্য গোল বাতিল করেছিলেন সেই ম্যাচের রেফারি। যাই হোক, গ্রূপে মাত্র একটি ম্যাচ হেরেই দ্বিতীয় হয়ে সরাসরি কাতারে যাওয়ার টিকিট হাতছাড়া করে রোনাল্ডোর। কোয়ালিফায়ারে তাদের সামনে পরে তুরস্ক এবং সেই ম্যাচ জিতলে উত্তর ম্যাসিডোনিয়া এবং ইতালির মধ্যে বিজয়ী দেশ, যা ইতালিই হবে বলে ধরে রেখেছিলেন অনেকে।

সেই মতো মার্চে প্রথম কোয়ালিফায়ারে তুরস্কের মুখোমুখি হয় পর্তুগাল। কিন্তু রোনাল্ডোর ওপর অতিরিক্ত নজর রাখতে গিয়ে বাকি পর্তুগিজ অ্যাটাকারদের অনেক বেশি জায়গা দিয়ে ফেলেন তুরস্কের ডিফেন্ডাররা, সেই সঙ্গে একটি পেনাল্টি মিস। ৩-১ ফলে জয় পায় পর্তুগাল। অপরদিকে অঘটন ঘটিয়ে ইতালিকে হারিয়ে দেয় আন্ডারডগ উত্তর ম্যাসিডোনিয়া। এবার কাতার বিশ্বকাপের টিকিট পেতে একে অপরের মুখোমুখি হয় পর্তুগাল এবং উত্তর ম্যাসিডোনিয়া।

ronaldo Bruno

উত্তর ম্যাসিডোনিয়া গতবছরই জার্মানির বিরুদ্ধে জয় পেয়েছিল। তারপর ইতালির বিরুদ্ধে এই জয়, কাজেই তাদের হালকাভাবে নেওয়ার উপায় ছিল না পর্তুগালের। ম্যাচের প্রথম ৩০ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন রোনাল্ডো এবং দিয়েগো জটা। কিন্তু ৩২ মিনিটে মাঝমাঠে চমৎকার ইন্টারসেপ্ট করে রোনাল্ডোকে বল বাড়ান তার ম্যান ইউয়ের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। ডিফেন্ডার নিজের দিকে আকৃষ্ট করে চকিতে নাটমেগ পাসে ব্রুনোর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন সিআরসেভেন। রোনাল্ডোর পাস থেকে দুরন্ত শটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো। দ্বিতীয়ার্ধে দিয়েগো জটার লং বল ধরে হাফভলিতে নিজের দ্বিতীয় গোল করে উত্তর ম্যাসিডোনিয়ার কবরে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রুনোই। ফলে অষ্টমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে পর্তুগিজরা। ম্যাসিডোনিয়া শেষদিকে চেষ্টা করেছিল, কিন্তু পর্তুগালের ইতিহাসের শ্রেষ্ঠ ডিফেন্ডার পেপে অসাধারণ ডিফেন্ডিং করে তাদের সব আশায় জল ঢেলে দেন। ৪০ ছুঁইছুঁই পেপে যেন বয়সের সাথে সাথে আরও উন্নতি করছেন।

Pepe

আসন্ন কাতার বিশ্বকাপে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ বাদে একজন ফুটবলারের পক্ষে যা যা অর্জন করা সম্ভব তার প্রায় সবই পেয়ে গেছেন তিনি। কাতারে একবার শেষ চেষ্টা করে দেখবেন পর্তুগিজ অধিনায়ক। ম্যাচের পর তিনি নিজে জানিয়েছেন যোগ্য হিসাবেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে তারা। সেই সঙ্গে সকল সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর