মর্গের সামনে একে অপরকে মারধর, চুলোচুলি মৃতের স্ত্রী-বোনের! কারণ জেনে অবাক স্বাস্থ্যকর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ একটি মৃতদেহ নিয়ে শুরু হলো চাঞ্চল্য এবং সেই বিতর্ক শেষ পর্যন্ত মারামারি এবং চুলোচুলিতে গিয়ে ঠেকেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এমনই এক ঘটনা ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে। তবে কী কারণে এই মারামারি থেকে হাতাহাতি, তা জেনে নেওয়া যাক।

সূত্রের খবর, রায়গঞ্জের বনবিভাগের কর্মী বাবলা চন্দ নামে এক ব্যক্তির মৃতদেহ সরকারি আবাসন থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে সেই ব্যক্তিটি আত্মঘাতী হয়েছে বলে জানা গেছে। পরবর্তীকালে তার দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। মঙ্গলবার সেই দেহ সেখানে পৌছতেই শুরু হয় বিতর্ক। জানা গিয়েছে, বাবলাকে দেখার জন্য তার বাড়ির লোক এবং স্ত্রী ও তার বাপের বাড়ির লোক সেখানে এসে হাজির হয়। মর্গের সামনেই দুই বাড়ির লোকেদের মধ্যে মারামারি থেকে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। যদিও পরে অবশ্য পুলিশ প্রশাসন সেখানে হাজির হযয়ে পরিস্থিতির মোকাবিলা করেছে বলে খবর।

সূত্রের খবর, বন বিভাগের কর্মী বাবলা চন্দ বিবাহের পর তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতো। স্ত্রী এর অভিযোগ, এরপর তারা তাদের সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে এসে হাজির হয়, কিন্তু শ্বশুরবাড়িতে তাদের ওপর মানসিক অত্যাচারের ফলে তাকে বাপের বাড়িতে চলে আসতে বাধ্য হতে হয়। সে তার স্বামীর মৃত্যুর জন্য শশুর বাড়ির লোকজনকে দায়ী করেছে এবং পুলিশে লিখিত অভিযোগ করেছে বলেও জানা যাচ্ছে। আবার অপর দিকে, বাবলার বাড়ির লোক তার আত্মঘাতী হওয়ার জন্য স্ত্রী এর দ্বারা করা মানসিক নির্যাতন ও পরকীয়াকে দায়ী করেছে।

এই অভিযোগকে কেন্দ্র করে এদিন মর্গের সামনে মৃতের স্ত্রী এবং তার বোনের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং সেই পরিস্থিতি শেষ পর্যন্ত হাতাহাতি এবং মারামারিতে গিয়ে পৌঁছায়। পরে সেই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে দুপক্ষকে থামিয়ে দেয়। তবে এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সে দিকে তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর