সীমান্তে ১৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ উদ্ধার করল BSF, পাকিস্তান থেকে শুরু হয়ে সাম্বাতে শেষ হত এই সুড়ঙ্গ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাম্বার সীমান্তবর্তী গ্রাম ১৫০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সীমান্ত সুরক্ষা দল (Border Security Force)। ওই সুড়ঙ্গ উদ্ধার হওয়ার পর BSF জেসিবি ম্যাশিন দিয়ে খোঁদাই করার কাজ শুরু করে দিয়েছে। সীমান্ত থেকে পঞ্চাশ মিটার দূরে উদ্ধার হওয়ার এই সুরঙ্গে পাকিস্তানে (Pakistan) নির্মিত বস্তা পাওয়া গেছে। ওই বস্তা গুলোতে বালু ভরা ছিল। জানিয়ে দিই, এর আগেও সীমান্তবর্তী এলাকায় অনেক সুড়ঙ্গ উদ্ধার হয়েছে।

BSF এর আইজি জম্মু, এনএস জম্বাল বলেন, আমরা সাম্বা ক্ষেত্রে একটি সুড়ঙ্গ আছে বলে খবর পেয়েছিলাম। একটি বিশেষ টিম গতকাল ওই সুড়ঙ্গ উদ্ধার করে। এই সুড়ঙ্গ প্রায় ১৫০ মিটার দীর্ঘ। সুড়ঙ্গের মুখ বালু ভর্তি বস্তা দ্বারা বন্ধ করে রাখা হয়েছিল। বালুর ওই বস্তা গুলো পাকিস্তানে তৈরি। উনি বলেন, এই সুড়ঙ্গ উদ্ধারের পর এটা স্পষ্ট হয়েছে যে, এই কাজ পাকিস্তানেরই।

উনি বলেন, ইঞ্জিনিয়ারদের প্রচেষ্টায় জেসিবির মাধ্যমে সুড়ঙ্গটি খোঁড়া হয়। উনি বলেন, পাকিস্তানি রেঞ্জার্স আর অন্য এজেন্সি গুলোর সহযোগিতা ছাড়া এত বড় সুড়ঙ্গ বানানো সম্ভব ছিল না।

X