অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ ৩, নামানো হল BSF

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Act Protest) একাধিক জায়গায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। শহর কলকাতা থেকে একাধিক জেলাতেও বিগত কয়েক দিনে অশান্তির খবর ভেসে এসেছে। এবার ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। ওয়াকফ আইন বিরোধী (Waqf Act Protest) বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে যেতেই চলে গুলি। তাতে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সড়ক পথ থেকে রেলপথেও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পরিস্থিতি নাগালে আনতে শেষমেষ সামশেরগঞ্জে বিএসএফ নামাতে হয়েছে।

ওয়াকফ আইন বিরোধিতায় (Waqf Act Protest) ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

ওয়াকফ সংশোধনী আইন (Waqf Act Protest) পাশ করার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সম্প্রতি জঙ্গিপুরে ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা তুঙ্গে ওঠে। সেখানে পরিস্থিতি সামলাতে না সামলাতেই এবার খবরের শিরোনামে সামশেরগঞ্জ। শুক্রবার দুপুরের পর থেকে সেখানে অবনতির দিকে যেতে শুরু করে পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Act Protest) প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে জনতা।

 

Bsf in Murshidabad as waqf act protest

পুলিশ জনতা সংঘর্ষের অভিযোগ: পুলিশ বাধা দিলেই শুরু হয় সংঘর্ষ। ইঁট বৃষ্টির সঙ্গে বোমা পড়ে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় স্থানীয় মসজিদে। ফরাক্কার এসডিপিও আহত হন বলে খবর। পালটা টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সরকারি, বেসরকারি বাস থেকে অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এমনকি ট্রাফিক পুলিশের অফিস ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

আরো পড়ুন : ধস্তাধস্তি থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর! এবার আমতলায় WAQF বিল বিরোধী কর্মসূচিতে ‘আক্রান্ত’ উর্দিধারীরা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে প্রশাসন: পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁরা ভর্তি রয়েছেন হাসপাতালে। পরিস্থিতি (Waqf Act Protest) দ্রুত হাতের নাগালে আনতে বিএসএফ নামায় প্রশাসন। বর্তমানে পরিস্থিতি এখনো তেতে থাকলেও সবকিছু ঠাণ্ডা করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

আরো পড়ুন : রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি, ধুলোর ঝড়ে লন্ডভন্ড হবে এই জেলা: আবহাওয়ার খবর

প্রসঙ্গত, এলাকায় পরিস্থিতি বিগড়াতেই প্রভাব পড়েছে পরিবহন, যোগাযোগ ব্যবস্থাতেও। বন্ধ হয়ে রয়েছে সড়কপথ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুদিকেই সড়কপথে বন্ধ রয়েছে যোগাযোগ। ফরাক্কা-আজিমগঞ্জ রুটেও ব্যাহত হয়েছে রেল পরিষেবা। একাধিক দূরপাল্লার ট্রেন থমকে দাঁড়িয়ে রয়েছে। রেল পরিষেবা স্বাভাবিক করতে জঙ্গিপুর মহকুমার একাধিক রেল স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে বলে খবর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X