সামনে থাকা লরিতে সজোরে ধাক্কা, জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার BSF জওয়ানদের কনভয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আচমকাই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বিএসএফ জওয়ানদের (BSF Jawan) কনভয়। মঙ্গলবার পানাগড়ের ধরলা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। এর জেরে সাময়িক ভাবে ঘটনাস্থলে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বিএসএফ জ জওয়ানদের (BSF Jawan) কনভয়

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন বেলা ১২ টা নাগাদ ঘটে দুর্ঘটনা। বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল বিএসএফ জওয়ানদের (BSF Jawan) একটি বাস। ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড়ের ধরলা মোড়ের কাছে একটি লরির সঙ্গে সংঘর্ষের জেরেই ঘটে দুর্ঘটনা। জানা যাচ্ছে, রাস্তায় আচমকাই একটি লরি দাঁড়িয়ে পড়ে। লরির ঠিক পেছনেই ছিল জওয়ানদের বাস।

Bsf jawan convoy in accident on national highway

লরিতে ধাক্কা মারে বাস: লরিটি আচমকা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ায় তড়িঘড়ি ব্রেক কষতে বাধ্য হন বাসের চালক। বাসটি গিয়ে সোজা ধাক্কা মারে লরির পেছনে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে কয়েকজন বিএসএফ জওয়ান (BSF Jawan) আহত হয়েছেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : পাক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাঙ্কেতিক কথোপকথন! জেনেশুনেই ভারতের সঙ্গে ‘গদ্দারি’ করেন জ্যোতি?

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ: দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। যান জট সৃষ্টি হয়। তবে খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বুদবুদ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সেদিন থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। বর্তমানে আবারও যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে বলে খবর।

আরো পড়ুন : ভারতীয় সেনার কাছে মার খেয়েও পদোন্নতি, সটান ফিল্ম মার্শাল হলেন আসিম মুনির! পহেলগাঁও হামলার পুরস্কার?

এ বিষয়ে বুদবুদ থানার ট্রাফিক বিভাগের ওসি জানান, বিএসএফ জওয়ানদের (BSF Jawan) নিয়ে একটি বাস কল্যাণী থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেসময়ে পথে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X