বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ড (Pahalgam Terror Attack) নিয়ে বর্তমানে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই এই জঙ্গি হামলায় পাক যোগের কথা সামনে এসেছে। একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। পাল্টা ফুঁসে উঠেছে পাকিস্তানও। এই আবহে বিগত প্রায় চারদিন ধরে পাকিস্তানে আটক বিএসএফ (BSF) জওয়ান পুর্নম সাউ (Purnam Kumar Shaw)। স্বামীর চিন্তায় দিন কাটছে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর। এবার তাই পাঠানকোট রওনা দিচ্ছেন তিনি।
স্বামীর খবর পাওয়ার আশাতেই পাঠানকোট যাচ্ছেন পুর্নমের স্ত্রী!- (BSF)
পাকিস্তানে আটক পুর্নম কুমার সাউয়ের স্ত্রী গর্ভবতী। এই অবস্থাতেই স্বামীর চিন্তায় দিন কাটছে রজনীর। তাঁর একটাই দাবি, পুর্নমকে দ্রুত ভারতে ফেরানো হোক। ছেলে সুস্থভাবে ফিরে আসুক, চাইছেন বিএসএফ জওয়ানের মা-ও।
রজনী বলেন, ‘চার দিন হয়ে গেল। উনি কী অবস্থায় রয়েছেন, ওনাকে খাবার দিচ্ছে কিনা জানিনা। শুধু বলছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে’। কাছাকাছি থাকলে যদি স্বামীর কোনও খবর পাওয়া যায়! এই আশাতেই পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুর্নম-ঘরণী।
আরও পড়ুনঃ কাশ্মীরে নিহত বিতান, সমীরের বাড়িতে হাজির NIA-র গোয়েন্দারা! হঠাৎ কী হল?
জানা যাচ্ছে, শুক্রবার রাতে ব্যাটেলিয়ানের সিও জানান, ওখানে যাওয়ার কোনও দরকার নেই। পাক ভূমে আটক বিএসএফ জওয়ানকে দেশে ফেরানোর বিষয়ে কথাবার্তা চলছে। পরবর্তীতে জানানো হয়, পরিবার যদি চায় তাহলে ওখানে যেতে কোনও বাধা নেই। এরপরেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুর্নমের পরিবার।
রজনী বলেন, ‘দেশের সকল স্তরে কথাবার্তা চলছে। সেই কারণে আমরা পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি কোনও খবর পাওয়া যায়। পরিবারের বেশ কয়েকজন সদস্য সেখানে যাবেন। ওখান থেকে যদি কোনও সাহায্য না পাই, তাহলে দিল্লি যাব। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, স্যর কিছু করুন’।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে ‘কোনঠাসা’ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এই পরিস্থিতিতেই পাক ভূমে আটক বিএসএফ (BSF) জওয়ান পুর্নম কুমার সাউ। কেমন আছেন তিনি? তাঁকে খেতে দেওয়া হচ্ছে? এসব চিন্তায় কার্যত ঘুম উড়েছে পরিবারের। বাড়িতে না বসে খবর পাওয়ার আশায় পাঠানকোটের উদ্দেশে রওনা দিচ্ছে পাকিস্তানে আটক জওয়ানের পরিবার।