বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের কবল থেকে মুক্ত করে দেশে ফিরিয়েছে ভারত সরকার। এতদিন কড়া পর্যবেক্ষণে থাকার পর অবশেষে নিজের বাড়িতে, নিজের পরিবারের কাছে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw)। সূত্রের খবর অনুযায়ী, আজ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ হুগলির রিষড়ার বাড়িতে ফিরতে চলেছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই উৎসবের পরিবেশ রিষড়ায়।
দেশে ফেরার পর এবার বাড়িতে ফিরছেন পূর্ণম (Purnam Kumar Shaw)
গত ১৪ ই মে বন্দিদশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতের মাটিতে পা রেখেছিলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw)। ভারতের ক্রমাগত কূটনৈতিক চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল পাকিস্তান। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয় পূর্ণমকে। ভারত পাকিস্তান সংঘর্ষের মাঝেই উত্তপ্ত সময়ে বিএসএফ জওয়ানের দেশে ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভারতবাসী।
পাকিস্তান থেকে ফিরে হয় স্বাস্থ্য পরীক্ষা: যদিও তখনই বাড়িতে ফিরতে ফিরতে পারেননি পূর্ণম (Purnam Kumar Shaw)। কারণ তাঁকে কড়া নজরে রাখা হয়েছিল। পাকিস্তান থেকে ফিরেই স্বাস্থ্য পরীক্ষা হয় পূর্ণমের। পাকিস্তানে তাঁর উপরে কী কী অত্যাচার করা হয়েছিল, তাঁর মানসিক পরিস্থিতি নজরে রাখার পরেই অবশেষে ছাড়া হয়েছে জওয়ানকে। আজ বিকেল পাঁচটা নাগাদ বাড়ি ফেরার কথা রয়েছে তাঁর।
আরো পড়ুন : ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি, চাপের মুখে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশে ইউনূস জমানার অবসান?
একমাস বন্দি ছিলেন পাকিস্তানে: প্রসঙ্গত, গত ২৩ শে এপ্রিল পহেলগাঁও হামলার ঠিক পরের দিন ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন কর্তব্যরত বিএসএফ জওয়ান পূর্ণম (Purnam Kumar Shaw)। আটক হন পাক সেনার হাতে। এদিকে বাড়িতে বসে দিনের পর দিন অপেক্ষা করে করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। বিএসএফ হেডকোয়ার্টারেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, পূর্ণমকে (Purnam Kumar Shaw) ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু অপারেশন সিঁদুর, ভারত পাক সংঘর্ষের মাঝে উদ্বেগ, আতঙ্ক আরো বাড়ে পূর্ণমের পরিবারের।
আরো পড়ুন : পরপর দুদিন অনুপ্রবেশের চেষ্টা সলমনের অ্যাপার্টমেন্টে! নিরাপত্তার কড়াকড়ির মাঝেও বিপদে ভাইজান?
এদিকে অবশ্য লাগাতার পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং চলছিল ভারতের। শেষমেষ ভারতের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় পাকিস্তান। একটানা ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফেরেন পূর্ণম। আর এবার ভারতের মাটিতে পা রাখার ৯ দিনের মাথায় হুগলির বাড়িতে ফিরছেন তিনি। তাঁর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন স্ত্রী, পুত্র। তবে পূর্ণমের পরিবারের তরফে জানানো হয়েছে, আবারো দেশরক্ষার কাজেই ফিরবেন তিনি।