বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পর ভুলবশত পাক-ভূমে চলে গিয়েছিলেন বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন পাক রেঞ্জার্সরা। ভারত-পাক উত্তেজনার আবহেও সেদেশে বন্দি ছিলেন তিনি। প্রায় ২২ দিনের টানাপড়েন শেষে ফের ভারতে ফেরেন পিকে। দীর্ঘ প্রতীক্ষা শেষে শুক্রবার রিষড়ার বাড়ি এসেছেন তিনি। আর তারপরেই মুখ খুললেন পূর্ণম।
পাকিস্তানে কাটানো সময় নিয়ে কী বললেন পিকে (Purnam Kumar Shaw)?
শুক্রবার হুগলির রিষড়ার বাড়িতে ফিরেছেন সীমান্তরক্ষা বাহিনীর (BSF) এই জওয়ান। সপ্তাহ তিনেক পাক-ভূমে কাটানোর পরেও সীমান্তে ফিরতে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। প্রশ্ন করতেই পিকে-র স্পষ্ট জবাব, ‘আমাদের যা যা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেখানে ভয় পাওয়ার কোনও স্থান নেই। যা কাজ দেওয়া হবে, আমি সেটাই করব। সীমান্তে তো পাহাড়া দিতেই হবে’।
পাকিস্তানের (Pakistan) মাটিতে ২২ দিন কীভাবে কাটিয়েছেন? তাঁর ওপর কতটা অত্যাচার হয়েছে? এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলেননি পূর্ণম। শুধু বলেন, প্রোটোকল অনুসারে তাঁর পক্ষে এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
আরও পড়ুনঃ ‘যৌন সংযম’ মামলায় কলকাতা হাইকোর্টের মন্তব্যে বিতর্ক! এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
একইসঙ্গে পূর্ণম জানান, ‘যা হয়েছে সেটা বলতে পারব না। শুধু আমিই সেটা জানি। পাকিস্তান যখন সামনে আসবে, তখন কী করা যায় দেখব। ওদের লোক এলে বুঝিয়ে দেব’।
পিকে এদিন জানান, পাকিস্তানে বন্দি থাকাকালীন দেশে ফেরার আশা তাঁর ছিল না। আর কখনও নিজের দেশে ফিরতে পারবেন না বলেই কার্যত ধর নিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ফের ভারতে ফিরে, নিজের বাড়ি ফিরে আনন্দিত পূর্ণম। এই বাঙালি জওয়ান বলেন, ‘আমি সবার আশীর্বাদে বাড়ি ফিরেছি’।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘শত্রু’ দেশে বন্দি ছিলেন পূর্ণম (Purnam Kumar Shaw)। উৎকণ্ঠায় কার্যত ঘুম উড়েছিল হুগলির রিষড়ার সাউ পরিবারের। সপ্তাহ তিনেকের চিন্তা, উদ্বেগ কাটিয়ে পিকে দেশে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁর বাড়ির সদস্যরা। গতকাল থেকে এই বিএসএফ জওয়ানের পরিবারে খুশির হাওয়া বইছে। মা-বাবা, স্ত্রী, সন্তানের মুখ দেখার পর খানিকটা শান্তি পেয়েছেন পূর্ণমও। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানকে সামনে পেলে তিনি জবাব দিতে পিছপা হবেন না।