বাংলা হান্ট ডেস্কঃ ২০ দিনেরও বেশি সময়ের টানা ‘লড়াই’, অবশেষে পাকিস্তানে আটকে থাকা বাংলার বিএসএফ জওয়ান (BSF) দেশে ফিরলেন। রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউকে ফিরিয়ে আনার জন্য ছুটে বেড়িয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। কখনও হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফের সদর দফতর, ছুটে গিয়েছেন স্বামীর কর্মস্থলেও। আশা ছাড়েননি। উৎকণ্ঠার শেষে বুধবার ভারতে ফিরেছেন পূর্ণম।
স্বামীকে দেখে আবেগে ভাসলেন রজনী
বুধবার পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকে মুক্তি দিয়েছে পাকিস্তান। প্রায় ২১ দিন পর স্বামীর গলার স্বর শুনতে পারলেন স্ত্রী রজনী, দু’চোখ ভরে দেখতে পারলেন তাকে। দীর্ঘ প্রতীক্ষার পর খুশির মুহূর্তে কেঁদে ফেলেন তিনি। রজনী বলেন, ”ভিডিয়ো কলে কথা হল ওর সঙ্গে। একমুখ দাড়ি হয়ে গিয়েছে ওর। আমাকে বলল আমি ঠিক আছি, টেনশন করো না। দাড়ি কাটতে হবে। পরে কথা বলছি।” রজনী জানান, ”মেডিক্যাল (পরীক্ষা) হয়ে গিয়েছে। ঠিকঠাক আছেন উনি”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পূর্ণমের মুক্তিতে আনন্দিত। খুশির খবর পেয়েই ফোন করেছিলেন পূর্ণমের স্ত্রীকে। সেই প্রসঙ্গে রজনী বলেন, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। কথা হয়েছে। উনি সকলেরই খোঁজখবর নিয়েছেন। চিন্তা করতে বারণ করেছেন আমাদের।
সমাজমাধ্যমে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ”আমাদের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আমি আনন্দিত। আমি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। হগলির রিষড়ায় রয়েছেন ওঁর স্ত্রী। তাঁর সঙ্গে তিন বার কথা হয়েছে আমার। আজও (বুধবার) আমি তাঁকে ফোন করেছি।”
মমতা বলেন, ”আমাদের জওয়ান ভাই, তাঁর স্ত্রী রজনী-সহ পুরো পরিবারের জন্য অনেক শুভকামনা জানালাম।”
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান (BSF Jawan) রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউ। বর্ডারে পোস্টিং ছিল তার। ভুল করে সীমান্তের ওপারে চলে গেলে পাকিস্তানের দ্বারা আটক হন ভারতের জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতে তাঁকে আটক করা হয়।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs
তৎক্ষণাৎ ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগ নেয় ভারত। তবে এখনও তাঁকে ছাড়তে রাজি হয়নি পাকিস্তান। যুদ্ধ পরিস্থিতিতেই শনিবার সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। তারপর জওয়ানের মুক্তির আশা বাড়ছিল। তবে এসবের মধ্য়ে পাকিস্তান সংঘর্ষ বিরতি ভাঙ্গায় ফের উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আপাতত পরিস্থিতি শান্ত হওয়ায় ফেরানো হল পূর্ণমকে। এদিন সকাল সাড়ে ১০টায় অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন বীর জওয়ান।