২০ দিনের ‘লড়াই’! অবশেষে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বাংলার BSF জওয়ান পূর্ণম কুমার সাউ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের পর ভুলবশত পাক-ভূমে চলে গিয়েছিলেন। এরপর থেকে সেদেশেই বন্দি ছিলেন হুগলির রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। ভারত-পাক (India Pakistan) উত্তেজনার আবহেও ‘শত্রু’ দেশে দিন কেটেছে তাঁর। অবশেষে বুধবার দেশে ফিরলেন পিকে। প্রায় ২০ দিন পাকিস্তানে কাটানোর পর ‘ঘর ওয়াপসি’ হল এই বাঙালি জওয়ানের।

গত ২৩ এপ্রিল ভুলবশত পাক-ভূমে চলে যান পূর্ণম (Purnam Kumar Shaw)!

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা হয়। ঠিক তার পরের দিনই ভুলবশত পাকিস্তানের মাটিতে চলে যান পূর্ণম। জানা যায়, ফিরোজপুর সেক্টরে ডিউটি করার সময় তাঁর শরীর খারাপ লাগছিল। যে কারণে একটি গাছের ছায়ায় বসেন। বুঝতে পারেননি, অজান্তেই পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। সঙ্গে সঙ্গে পিকে-কে আটক করেন পাক রেঞ্জার্সরা।

এরপর থেকে স্বামীর চিন্তায় প্রচুর ছোটাছুটি করেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। পাঠানকোট গিয়েছিলেন সাউ পরিবারের সদস্যরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন রজনী। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, পাকিস্তানে সুস্থ আছেন পূর্ণম। সেই সঙ্গেই আশ্বাস দেন, সেদিন সকালেও বিএসএফের (Border Security Force) ডিজির সঙ্গে তিনি কথা বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণমকে দেশে ফেরানো হবে।

আরও পড়ুনঃ কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিস্ফোরক! BJP মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি কংগ্রেসের

মাঝে মঙ্গলবার শেষে বুধবার সকালেই মিলল সুখবর। প্রায় ২০ দিন ধরে পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফিরলেন পূর্ণম। বিএসএফ জানিয়েছে, এদিন সকাল ১০:৩০ নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের হাতে পূর্ণমকে তুলে দেয় পাকিস্তান। দেশে ফেরার পর পূর্ণমের একটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Purnam Kumar Shaw BSF press release

উল্লেখ্য, পূর্ণম (Purnam Kumar Shaw) আটক হওয়ার পর থেকেই তাঁকে দেশে ফেরানোর বিষয়ে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছিল। লাগাতার ফ্ল্যাগ মিটিং শেষে মিলল সাফল্য। অবশেষে দেশে ফিরলেন রিষড়ার এই জওয়ান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শারীরিকভাবে সুস্থ আছেন পিকে। তবে মানসিকভাবে খানিকটা বিধ্বস্ত তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X