ছেলে ফিরলে পুজো দেবেন তারকেশ্বরে, মায়ের মানত রক্ষা করতে সপরিবারে বাবার থানে পূর্ণম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শত্রু দেশে দীর্ঘ ২১ দিন বন্দি ছিল ছেলে। তখনই মা মানত করেছিলেন ছেলে বাড়ি ফিরলে পুজো দেবেন তারকেশ্বর মন্দিরে। বাড়ি ফিরে মায়ের ইচ্ছা পূরণ করলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। এদিন দুপুর বারোটা নাগাদ সপরিবারে তারকেশ্বরে পুজো দেন তিনি। মা, স্ত্রী, পুত্র এবং আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে পুজো দেন বিএসএফ জওয়ান। মন্দিরে লাইনেও দাঁড়িয়েছিলেন তাঁরা।

সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)

জানা যায়, মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পূর্ণম (Purnam Kumar Shaw) এবং তাঁর পরিবার। তবে মন্দিরের একজন পুরোহিত তাঁদের দেখতে পেয়েই লাইন থেকে সরিয়ে নিয়ে যান। জওয়ান ও তাঁর পরিবারকে বিশেষ ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন মন্দিরের পুরোহিতরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢেলে ধূপ বাতি জ্বেলে পুজো করেন পূর্ণম (Purnam Kumar Shaw)। পুজো দেন পাশের কালীমন্দিরেও।

Bsf jawan purnam kumar shaw visited tarakeshwar temple

তাঁকে দেখতে ভিড় জমে যায়: তিনি পাকিস্তানে আটক থাকার সময় তাঁর মা মানত করেছিলেন তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার। ছেলে সুস্থ ভাবে বাড়ি ফিরতেই সপরিবারে মানত রক্ষা করতে পুজো দেন পূর্ণমের (Purnam Kumar Shaw) মা। বিএসএফ জওয়ানকে দেখতে ভিড় জমে যায় মন্দিরে। তারকেশ্বর মন্দিরের পুরোহিত বলেন, পূর্ণমের মতো একজন সৈনিক, যিনি দেশের জন্য নিজের প্রাণ দিতে পর্যন্ত তৈরি ছিলেন, তাঁর হয়ে পুজো করতে পেরে তিনি গর্বিত।

আরো পড়ুন : রাজস্থান-গুজরাটের পর রণমূর্তি, বঙ্গ সফরের আগেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে ঠুকলেন মোদী

কী বললেন পূর্ণম: বিএসএফ জওয়ান এদিন বলেন, তাঁর মা মানত করেছিলেন, ছেলে ফিরলে তারকেশ্বরে যাওয়া হবে। তাই পুজো দিলেন। সকলে যাতে ভালো থাকে, সবসময় যাতে দেশের জন্য কাজ করতে পারেন তার জন্যও তিনি প্রার্থনা করেছেন বলে জানান। জওয়ানের (Purnam Kumar Shaw) স্ত্রী জানান, তিনিও মানত করেছিলেন স্বামী ফিরলে এখানে পুজো দেবেন। দেশের সমগ্র জনতা এবং বাবার কৃপাও তাঁদের সঙ্গে ছিল বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করতেই পোস্টিং বিতর্ক? কাজে যোগ না দিলে কত টাকা দিতে হবে দেবাশিসদের?

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের হুগলীর রিষড়ার বাসিন্দা পূর্ণম (Purnam Kumar Shaw) ডিউটিরত অবস্থাতেই কোনো ভাবে সীমান্ত পেরিয়ে পা রেখে ফেলেছিলেন পাকিস্তানের ভূখন্ডে। তারপরেই পাক সেনাবাহিনী তাঁকে বন্দি করে। গত ২৩ শে মে পহেলগাঁও হামলার ঠিক পরের দিনই পাকিস্তানের হাতে বন্দি হন পূর্ণম (Purnam Kumar Shaw)। গত ১৪ মে পাকিস্তান থেকে ভারতে পা রাখেন বিএসএফ জওয়ান পূর্ণম (Purnam Kumar Shaw)। আর ২৩ মে তিনি ফিরেছেন নিজের হুগলীর বাড়িতে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X