বাংলা হান্ট ডেস্কঃ প্রায় তিন সপ্তাহ পাকিস্তানে কাটানোর পর ফের ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। বুধবার সকালেই দেশে ফিরেছেন তিনি। চিন্তা, উৎকণ্ঠা কাটিয়ে হুগলির রিষড়ার সাউ পরিবারে এখন খুশির হাওয়া। তবে নিজ দেশে ফিরলেও এখনই বাড়ি ফিরতে পারছেন না পূর্ণম। তাই স্বামীকে দেখতে ফের পাঠানকোট যাচ্ছেন অন্তঃসত্ত্বা রজনী (Rajani Shaw)।
বাড়ি কেন ফিরতে পারবেন না পূর্ণম (Purnam Kumar Shaw)?
গত ২৩ এপ্রিল, পহেলগাঁও জঙ্গি কাণ্ডের পরেই ভুলবশত পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম। ডিউটি করার সময়ই ভুল করে সীমান্ত টপকে ওপারে চলে যান। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন পাক রেঞ্জার্সরা। ভারত-পাক উত্তেজনার আবহেও ওই দেশে বন্দি ছিলেন পিকে। দীর্ঘ ২১ দিনের টানাপড়েন শেষে বুধবার ফের ভারতে ফিরেছেন সীমান্তরক্ষা বাহিনীর এই জওয়ান।
দেশে ফেরার পরেই জানিয়েছিলেন, চিন্তার কিছু নেই। বর্তমানে নিজের কর্মক্ষেত্র তথা পাঞ্জাবের পাঠানকোটের সেনাছাউনিতে রয়েছেন পিকে। স্বামীকে দেখতে সেখানেই যাচ্ছেন অন্তঃসত্ত্বা রজনী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে একথা জানিয়েছেন তিনি নিজে।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য! সৌগতর পাশে নেই দল, স্পষ্ট জানাল তৃণমূল
পূর্ণম-পত্নী বলেন, ‘উনি এখনই আসতে পারবেন না। এখন উনি নিজের কর্মক্ষেত্র পাঠানকোটের সেনাছাউনিতে রয়েছেন। এই পরিস্থিতিতে কোনও প্রকার মুভমেন্ট তো বারণ। আগস্ট মাসে ওনার বাড়ি আসার কথা ছিল। হয়তো সেই সময়ই আসবেন। তার আগে বাড়ি ফিরতে পারবেন না। বিএসএফ থেকে আমায় খবর দেওয়া হবে। আগামী সপ্তাহে হয়তো আমি স্বামীর সঙ্গে দেখা করতে পাঠানকোট যাব’।
উল্লেখ্য, এই প্রথম নয়। গর্ভে সন্তান নিয়ে এর আগেও পাঠানকোট ছুটে গিয়েছেন রজনী। পূর্ণম (Purnam Kumar Shaw) তখন পাকিস্তানে বন্দি। বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে দেখা করেছিল পিকে পত্নী। তবে এবার পূর্ণম সেখানেই রয়েছেন। স্বামীর চিন্তায় উদ্বেগে নয়, বরং তাঁর সঙ্গে দেখা করতে পাঠানকোট যাচ্ছেন রজনী।