‘নিরাপত্তা না দিয়ে সাধারণ মানুষকে হত্যা করে BSF’! উদয়ন গুহর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ বিগত তিন দিন ধরে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কোচবিহার (Cooch Behar) সহ গোটা উত্তরবঙ্গ। এরই মধ্যে বিতর্কের আগুনে ঘি ঢালার কাজ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha )। মন্ত্রীর দাবি, নিরাপত্তা না দিয়ে সাধারণ মানুষকে হত্যা করে BSF। তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করেই দানা বেঁধেছে জোর বিতর্ক।

ঠিক কী ঘটেছিল? গত সপ্তাহে কোচবিহারের দিনহাটার (Dinhata) গীতালদহে বিএসএফ এর গুলিতে বিদ্ধ হয়ে প্রাণ হারান প্রেম বর্মণ নামক এক যুবক। ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, মৃত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে তাঁর ওপর গুলি চালানো হয়েছে। অন্যদিকে, উদয়ন গুহর অভিযোগ, দোষী হলে তাঁর প্রাণ না নিয়ে তাঁকে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিৎ ছিল।

এরপরেই এই ঘটনার দ্বিতীয় দিন মৃতের  পরিবারের  সাথে দেখা করতে যান মন্ত্রী উদয়ন গুহ। সেখানে তিঁনি বলেন, “BSF কে সীমান্তে পাহারার জন্য নিয়োগ করা হয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য কাজে লাগাচ্ছে কেন্দ্রের BJP সরকার৷ যদি মৃত যুবক অভিযুক্ত হয় তাহলে BSF চাইলেই তাঁকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে পারত কিন্তু সেটা না করে তারা প্রেমবর্মণকে নির্মমভাবে খুন করেছে।”

udayan

পাশাপাশি তিঁনি এও বলেন, ” রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য BSF-কে ব্যবহার করছে BJP। সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে হত্যা করছে সীমান্তরক্ষী বাহিনী।” মন্ত্রীর এহেন মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

রবিবার নিহত প্রেম বর্মণের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্ৰ বৰ্মা বসুনিয়া, তৃণমূ জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্য তৃণমূল জেলা নেতৃত্ব৷ এদিন মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে যুবক মৃত্যুর এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর