বাংলাহান্ট ডেস্ক : সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই তা লঙ্ঘন করেছে পাকিস্তান (Pakistan)। নতুন করে জম্মু, শ্রীনগর সহ পঞ্জাব, গুজরাটের একাধিক জায়গায় ড্রোন হামলা শুরু করে পাকিস্তান (Pakistan)। আন্তর্জাতিক সীমানা বরাবর গুলি চালানো হয় ১১ টি জায়গায়। আর সেই সংঘর্ষেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন বিএসএফ সাব ইন্সপেক্টর। মৃত্যু হয়েছে মহম্মদ ইমতিয়াজের। আহত হয়েছেন আরো ৭ জন। ঘটনাটি ঘটে আর এস পুরা সেক্টরে।
পাকিস্তানের (Pakistan) গুলিতে মৃত্যু বিএসএফ সাব ইন্সপেক্টরের
বিএসএফ এর একজন সিনিয়র অফিসার জানান, আন্তর্জাতিক সীমান্তে গুলি চালানো শুরু করে পাকিস্তান (Pakistan)। নেতৃত্ব দিয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বীরের মতো মৃত্যু হয় সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের। আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে হাসপাতালে।
We salute the supreme sacrifice made by BSF #Braveheart Sub Inspector Md Imteyaz in service of the nation on 10 May 2025 during cross border firing along the International Boundary in R S Pura area, District Jammu.
While leading a BSF border out post, he gallantly led from the… pic.twitter.com/crXeVFSgUZ
— BSF JAMMU (@bsf_jammu) May 10, 2025
ঘটনা জানিয়ে শোকপ্রকাশ: বিএসএফ জম্মু ফ্রন্টিয়ারের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘জম্মুতে আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চলার সময় নিহত হন বীর বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। তাঁর আত্মত্যাগকে আমরা কুর্নিশ জানাই। বিএসএফ এর একটি সীমান্ত আউট পোস্টে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যু হয় তাঁর। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা রইল বিএসএফ এর সমস্ত পদস্থ আধিকারিকদের তরফে।’ আগামীকাল পূর্ণ মর্যাদায় তাঁকে সম্মান জানানো হবে।
আরো পড়ুন : ‘নতুন জীবন দিল ভারত সরকার’, অপারেশন সিঁদুর-এর পর মৃত বিতান অধিকারীর স্ত্রীকে বড় সম্মান কেন্দ্রের
একাধিক জায়গায় ব্ল্যাক আউট: উল্লেখ্য, জম্মু, শ্রীনগর, আখনুর সেক্টর সহ একাধিক জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। একাধিক বিষ্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। গুজরাট থেকেও ড্রোন (Pakistan) দেখতে পাওয়ার কথা জানালেন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।
আরো পড়ুন : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই লাগাতার হামলা, জম্মু-শ্রীনগরের পর ড্রোন গুজরাটেও! ব্ল্যাক আউট একাধিক এলাকায়
প্রসঙ্গত, শনিবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, আজ শনিবার বিকেল পাঁচটা থেকেই দুই দেশের মধ্যে সব রকম ভাবেই সংঘর্ষ বিরতি (America) করা হয়েছে। যদিও তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের আর্জিতেই সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত। তবে সম্প্রতি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ব্যাপারটিকে ভারত যথেষ্ট কড়া ভাবে দেখছে। এই বিষয়ে পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।