একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত ১০ মাস! Jio-Airtel-এর ঘুম উড়িয়ে বাজার কাঁপাচ্ছে BSNL-এর এই প্ল্যান

বাংলাহান্ট ডেস্ক : গত বছর প্রত্যেকটি বেসরকারি টেলিকম সংস্থা ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করায় বেজায় সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। রিচার্জ করতে গিয়ে রীতিমত পকেট পুড়ছে সাধারণ মানুষের। তবে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) রিচার্জের দাম বৃদ্ধির পথে হাঁটেনি।

ধামাকাদার প্ল্যান আনল BSNL

তার ফলে বহু টেলিকম ব্যবহারকারীর কাছে পছন্দের সংস্থা হয়ে উঠেছে বিএসএনএল। গত বছর থেকে লক্ষণীয়ভাবে গ্রাহক সংখ্যা বেড়েছে সরকারি এই টেলিকম অপারেটরের। তবে এমন বহু টেলিকম ব্যবহারকারী রয়েছেন যারা খুব একটা ইন্টারনেট ব্যবহার করেন না। আবার অনেকেই রয়েছেন যারা সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করছেন বিএসএনএল।

আরোও পড়ুন : দুর্নীতিতে লজ্জার পরিসংখ্যান! সমগ্র বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের, কোথায় দাঁড়িয়ে ভারত?

এই ধরনের গ্রাহকদের কথা ভেবে BSNL (Bharat Sanchar Nigam Limited) নিয়ে এসেছে দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান। যারা কম খরচে দীর্ঘ মেয়াদী প্ল্যানের সন্ধানে রয়েছেন তারা রিচার্জ করতে পারেন ৭৯৭ টাকার প্ল্যানটি দিয়ে। ৭৯৭ টাকার প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি, অর্থাৎ একবার রিচার্জ করলে নিশ্চিন্ত থাকা যাবে ১০ মাস।

আরোও পড়ুন : চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, আবহাওয়ায় আবার চমক! কেমন ঠান্ডা থাকবে আগামীকাল?

৩০০ দিনের ভ্যালিডিটি থাকলেও এই রিচার্জ প্যাকে রয়েছে সীমিত সময়ের ডেটা ও ফোন কলস করার সুযোগ। রিচার্জের প্রথম ৬০ দিন ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ফোন কলস করার সুযোগ পাবেন বিএসএনএল (BSNL) গ্রাহকরা। পাশাপাশি প্রথম ৬০ দিনের জন্য রয়েছে ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ।

BSNL 10 months recharge plan

গ্রাহকদের জন্য মোট ১২০ জিবি ইন্টারনেট ডেটা দেবে বিএসএনএল। ৬০ দিন পর থেকে আউটগোয়িং কলস বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। তবে ৩০০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে সিমের ভ্যালিডিটি। মূলত যারা সেকেন্ডারি সিম হিসাবে বিএসএনএল ব্যবহার করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত সাশ্রয়ী ৭৯৭ টাকার প্ল্যানটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর