বাংলাহান্ট ডেস্কঃ একের পর এক দুরন্ত অফার এনে jio কে টেক্কা দিচ্ছে সরকারি টেলিকম সংস্থা BSNL। এবার এই সংস্থা নিয়ে এল দুর্দান্ত দুটি ওয়ার্ক ফ্রম হোম অফার৷ ১৫১ ও ২৫১ টাকার এই অফার দুটির নাম Work From Home Data Special Tariff plan, বিশদে জেনে নিন প্ল্যানদুটি সম্পর্কে
১৫১ টাকার Work From Home Data Special Tariff plan -এ গ্রাহকেরা পেয়ে যাবে ৪০ জিবি ইন্টারনেট। যার বৈধতা থাকছে ৩০ দিন। তবে ইন্টারনেট ছাড়া এই প্ল্যানে আর কোনো সুবিধা নেই। কল বা এসএমএস করা যাবে না৷ পাশাপাশি, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই প্ল্যানটি রিচার্জ এসএমএস এর মাধ্যমেও করা যাবে। ‘DATA151’ লিখে পাঠিয়ে দিতে হবে ১২৩ নম্বরে।
২৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানে থাকছে ৭০ জিবি হাই স্পিড ইন্টারনেটের সুবিধা। ১৫১ টাকার প্ল্যানটি মত এটিও এসএমএস এর মাধ্যমে রিচার্জ করা যাবে। ‘DATA251’ লিখে পাঠিয়ে দিতে হবে ১২৩ নম্বরে। বৈধতা ৩০ দিন। এই প্ল্যানেও ইন্টারনেট ছাড়া এই প্ল্যানে আর কোনো সুবিধা নেই। কল বা এসএমএস করা যাবে না৷
একই সাথে, BSNL এনেছে একটি দুরন্ত প্রমোশনাল অফার। ২০ অক্টোবর তারিক পর্যন্ত আপনি যদি প্রথম রিচার্জ করেন সিমে সেই ক্ষেত্রে ১০৮ টাকায় যত খুশি কথা বলতে পারবেন। পাবেন, দিন প্রতি আনলিমিটেড ১ জিবি করে হাইস্পিড ইন্টারনেট এবং ৫০০ টি এমএমএস পাঠানোর সুবিধাও। বৈধতা ৯০ দিন।
বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও (jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।