জলের দামে রিচার্জ প্ল্যান নিয়ে হাজির BSNL! পাত্তা পাবে না Jio-Airtel

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাস থেকে এক ধাক্কায় মোবাইল রিচার্জের খরচ বাড়িয়ে দিয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। বিশেষ করে একসময় ফ্রিতে ফ্রি সার্ভিস দেওয়া জিও এক ধাক্কায় মোবাইল রিচার্জের দাম এতটা বাড়িয়ে দেওয়া প্রচন্ড ক্ষুব্ধ আমজনতা। চলতি মাসের শুরুতেই দেশের প্রথম সারির এই তিন টেলিকম সংস্থা ২৫ শতাংশ ট্যারিফ বাড়িয়ে দিয়েছে।

বিএসএনএল-র (BSNL) রিচার্জ প্ল্যান:

তবে সে দিক দিয়ে ব্যতিক্রম আমাদের দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। অন্যান্য টেলিকম সংস্থাগুলি  যখন হুহু করে রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে তখন একই দাম রেখে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। এখনও পর্যন্ত তারা দাম বাড়ায়নি রিচার্জ প্ল্যানের। বরং বিএসএনএলের এমন কিছু প্ল্যান রয়েছে যা রীতিমতো লজ্জায় ফেলে দেবে বাকি টেলিকম সংস্থাগুলিকে। আসুন একনজরে দেখে নেয়া যাক বিএসএনএলের বেশ কিছু ধামাকা প্ল্যান।

১০৭ টাকার প্ল্যান-

বিএসএনএলের একটি সস্তার প্ল্যান হল ১০৭ টাকার রিচার্জ প্ল্যান।মোট ৩৫ দিনের ভ্যালিডিটি এই প্ল্যানে ৩ জিবির ৪জি ডেটা পাওয়া যায়। পাশাপাশি ২০০ মিনিটের ফ্রি ভয়েস কল।

১৯৭ টাকার প্ল্যান-

বিএসএনএলের ১৯৭ টাকার প্ল্যানের ভ্যালিডিটি থাকে মোট ৭০ দিন। এতে মোট ২জিবি ৪জি ডেটার সাথেই আনলিমিটেড কলিং আর দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায়। যার মেয়াদ প্রথম ১৮ দিন। এছাড়া ১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে টানা ৭০ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল করা যায়।

আরও পড়ুন: সকালে ব্রাশ করা কি শরীরের পক্ষে ক্ষতিকারক? কি মত চিকিৎসকদের?

৩৯৭ টাকার প্ল্যান-

বিএসএনএলের ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যানে মোট ১৫০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে প্রথম ৩০ দিনের জন্য মোট ২ জিবি ৪জি ডেটা পাওয়া যায়।

৭৯৭ টাকা প্ল্যান-

৭৯৭ টাকার রিচার্জের বৈধতা ৩০০ দিন। এতে প্রথম ৬০ দিনে ২জিবি ৪জি ডেটা পাওয়া যায়।

bsnl 3 1

১৯৯৯ টাকার প্ল্যান-

বিএসএনএলের একটি দীর্ঘমেয়াদি বার্ষিক প্ল্যান হল ১৯৯৯ টাকার রিচার্জে প্ল্যান। এই প্ল্যানের মেয়াদ থাকে এক বছর। এতে আনলিমিটেড ভয়েস কল সহ, ৬০০ জিবি ৪জি ডেটাও পাওয়া যায়। এছাড়া এই বার্ষিক প্ল্যানে রিচার্জ করলে বিএসএনএল টিউন সহ আরও একাধিক সুবিধাও পাওয়া যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর