এবার বিরাট ঝটকা খাবে Jio-Airtel! এই শহরগুলিতে মিলবে BSNL-এর 5G পরিষেবা, চলছে প্রস্তুতি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করেছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, অনেকেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর প্রতি আকৃষ্ট হয়েছেন। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় টেলিকম স্টার্টআপ এবং সংস্থাগুলি পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G প্রযুক্তির লাইভ ট্রায়াল পরিচালনার জন্য সরকারি টেলিকম সংস্থা BSNL-এর সাথে আলোচনা শুরু করেছে। এই ট্রায়ালগুলি প্রায় ১ থেকে ৩ মাসের মধ্যে শুরু হতে পারে এবং এক্ষেত্রে মূল লক্ষ্য প্রাইভেট নেটওয়ার্ক (CNPN)-এর ওপরে থাকবে বলেও জানা গিয়েছে। যার ফলে Jio এবং Airtel-এর টেনশন বাড়তে পারে। কারণ, এখন বর্তমানে শুধুমাত্র Jio এবং Airtel ভারতে 5G পরিষেবা প্রদান করছে।

এই শহরগুলিতে মিলবে BSNL-এর 5G পরিষেবা:

কোন কোন শহরে মিলবে 5G পরিষেবা: এই প্রোজেক্ট প্রাথমিকভাবে BSNL-এর কাছে থাকা 700 MHz ব্যান্ড ব্যবহার করবে এবং দিল্লির কনোট প্লেস, জাতীয় রাজধানীতে সঞ্চার ভবন এবং JNU ক্যাম্পাসের আশেপাশে, IIT দিল্লি, বেঙ্গালুরু, বেঙ্গালুরুর সরকারি দপ্তর এবং ক্যাম্পাসের ভেতরে, চেন্নাইয়ের কিছুটা অংশ, ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টার বা গুরগাঁওয়ের কিছু অংশ এবং IIT হায়দ্রাবাদের ক্যাম্পাসও এক্ষেত্রে প্রস্তাবিত করা হয়েছে।

BSNL 5G services will be available in these cities.

লাইভ 5G ট্রায়াল: এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে ভয়েস অফ ইন্ডিয়ান কমিউনিকেশন টেকনোলজি এন্টারপ্রাইজেস (VoICE)-এর ডিরেক্টর জেনারেল আর কে ভাটনগর বলেছেন, “BSNL স্পেকট্রাম, টাওয়ার, ব্যাটারি/বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করতে প্রস্তুত। এখন তারা এমন লাইভ 5G ট্রায়াল চায় যা সাধারণ মানুষও ব্যবহার করতে পারে।”

আরও পড়ুন: এখনই হন সতর্ক! এবার কয়েক কোটি টাকার জরিমানার সম্মুখীন HDFC Life, কড়া অ্যাকশন IRDAI-র

প্রসঙ্গত উল্লেখ্য যে, VoICE হল এমন একটি সংস্থা যেখানে ভারতের একাধিক টেলিকম কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। এই বড় কোম্পানিগুলির মধ্যে কয়েকটি হল Tata Consultancy Services (TCS), Teja Networks, VNL, United Telecoms, Coral Telecom, এবং HFCL। এই সমস্ত কোম্পানি একসাথে কাজ করে এবং একে অপরকে সাহায্য করে।

আরও পড়ুন: স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! লাফিয়ে কমবে রিচার্জের দাম

এই কোম্পানিগুলি দিয়েছে প্রস্তাব: জানিয়ে রাখি যে, Lekha Wireless থেকে শুরু করে Galore Networks, WellMoney, W4S Labs, Suktha Consulting, Coral Telecom, Amantya Technologies, VVDN, Bharat RAN Consortium, Signaltron এবং Resonan-এর মতো একাধিক ভারতীয় কোম্পানি এই ট্রায়ালগুলি পরিচালনা করার প্রস্তাব করেছে। এই কোম্পানিগুলি 5G বা 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA), নেটওয়ার্ক স্লাইসিং টেস্ট, প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ (PABX) এবং মোবাইলে আরও সহজ যোগাযোগ ইত্যাদির ওপর ভিত্তি করে ভয়েস, ভিডিও এবং ডেটার মতো পরিষেবাগুলির মতো ক্ষেত্রে কাজ করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর