৮০০ টাকারও কমে ৩৯৫ দিন বৈধতা! Jio, Airtel-কে চাপে ফেলতে সস্তার প্ল্যান আনল BSNL

বাংলাহান্ট ডেস্ক : জিও,এয়ারটেল এবং ভিআই-র সঙ্গে পাল্লা দিতে একের পর এক আকর্ষণীয় উপহার নিয়ে হাজির হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই কারণে অনেক গ্রাহকই অন্য নেটওয়ার্ক ছেড়ে বিএসএনএল-এর সঙ্গে যুক্ত হচ্ছেন। এবার ৮০০ টাকার কম প্রিপেড রিচার্জে ৩৯৫ দিন ভ্যালিডিটি দিতে শুরু করল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। এই সুবিধা পাওয়ার জন্য কত টাকা রিচার্জ করতে হবে? কী কী সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত তথ্য।

৭৯৭ টাকা রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ মোবাইল এসএমএস। এই প্ল্যানের বৈধতা ৩৯৫। অর্থাৎ একবার রিচার্জে প্রায় ১৩ মাস ফোন ব্যবহার ব্যবহার করতে পারবেন আপনি।

এতদিন এই একই প্ল্যানের বৈধতা ছিল ৩৬৫ দিন। সীমিত সময়ের জন্য অতিরিক্ত 30 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ১২জুনের আগেই করতে হবে রিচার্জ। তবেই মিলবে এই অতিরিক্ত ভ্যালিডিটি।

জেনে রাখা প্রয়োজন এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৯৫ দিন হলেও ডেটা, কলিং ও এসএমএস-এর সুবিধা পাওয়া শুধুমাত্র প্রথম ৬০ দিন। দেশের সব সার্কেলের বিএসএনএল প্রিপেড গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। আপনি যেখানে থাকেন সেখানে বিএসএনএল এর ভালো কভারেজ থাকলে এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি দুরন্ত অফার। মাত্র ৮৭ টাকার প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল। ডেটা, ফ্রি কলিং এবং ফ্রি এসএমএস এর সুবিধা রয়েছে এই প্ল্যানেও। কী কী সুবিধা পাওয়া যাবে?

৮৭ টাকা প্রিপেড প্ল্যানের বৈধতা ১৪ দিন। প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে। এছাড়াও এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে পাবেন লোকাল এবং আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধাও। এছাড়া আছে ফ্রিতে একাধিক গেমস, অ্যাপ ব্যবহারের সুবিধা।

বিএসএনএল-এর তরফে ফোরজি চালু করার প্রস্তুতিও চলছে জোরকদমে। সংস্থার তরফ থেকপ এখনঃ সরাসরি কিছু জানানো না হলেও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সম্ভবত ১৫ অগাস্ট ২০২২ থেকে দেশে ফোরজি চালু করা হতে পারে। সর্বপ্রথম কেরল এবং পুনে-তে বিএসএনএল ব্যবহারকারী ফোরজির সুবিধা পাবেন। সূত্রের খবর আগামী বছরের মধ্যেই দেশের প্রায় সব জায়গায় ফোরজি চালু করা হবে পারে। আপাতত পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিএসএনএল গ্রাহকরা থ্রীজি নেটওয়ার্ক ব্যাবহার করছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর