বাংলা হান্ট ডেস্ক: সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited, BSNL) টেলিকম সেক্টরে তার সস্তা এবং “ভ্যালু ফর মানি” প্ল্যানের জন্য পরিচিত। এমতাবস্থায়, আমরা যদি BSNL-এর সস্তার ট্যারিফ প্ল্যানগুলির কথা বলি, সেক্ষেত্রে 100 টাকার কম দামের এমন অনেকগুলি প্ল্যান রয়েছে যা ভ্যালিডিটির পাশাপাশি কল বেনিফিট প্রদান করে।
এছাড়াও, অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এই প্ল্যানগুলি বেশ সাশ্রয়ী। তাই, যাঁরা 100 টাকার কম দামের সস্তা প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য এই প্ল্যানগুলি নিঃসন্দেহে সেরা। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
BSNL-এর 87 টাকার প্ল্যান: BSNL-এর এই প্ল্যানের বৈধতা হল 14 দিন। এক্ষেত্রে গ্রাহকেরা 14 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। পাশাপাশি, ব্যবহারকারীরা প্রতিদিন 1GB ডেটাও পাবেন। অর্থাৎ, এই প্ল্যানে মোট 14GB ডেটা মিলবে। এছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীরা বিনামূল্যে SMS-এর সুবিধাও পাবেন।
আরও পড়ুন: প্রথমবার দেখা করতে ডেকেই যুবকের সর্বস্ব লুটে নিল ফেসবুক বান্ধবী! ঘটনা চমকে দেবে
BSNL-এর 97 টাকার রিচার্জ প্ল্যান: BSNL-এর এই প্ল্যানের বৈধতা হল 15 দিন। আপনি যদি কম বাজেটের এমন কোনো প্ল্যান খুঁজছেন যেখানে ডেটার সুবিধা পেতে পারেন, সেক্ষেত্রে এই প্ল্যানটি আপনার জন্য দুর্দান্ত হবে। BSNL-এর এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়াও, 15 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা মিলবে। অর্থাৎ, এই প্ল্যানে মোট 30GB ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন: পাকিস্তানে ৭২ বছর ধরে বন্ধ ছিল হিন্দু মন্দির, দরজা খুলতেই যা হল! জেনে ধন্য ধন্য করবেন
BSNL-এর 99 টাকার প্ল্যান: এদিকে, BSNL-এর 99 টাকার প্ল্যানটির বৈধতা হল 18 দিনের। BSNL-এর ওয়েবসাইটে এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে STV_99। অর্থাৎ, এটি হল একটি স্পেশাল ট্যারিফ প্ল্যান। এই প্ল্যানে 3GB ডেটা পাওয়া যায়। এছাড়াও এতে আনলিমিটেড কলিং পরিষেবা উপলব্ধ থাকে। যার মধ্যে STD এবং রোমিং কলগুলিও যুক্ত রয়েছে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’